তাদের মতে, ভ্যাকসিনটি করোনায় আক্রান্ত বয়স্ক মানুষদের মৃত্যুর ঝুঁকি থেকে সবচেয়ে বেশি রক্ষা করতে সক্ষম।
ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেতে শিগগিরই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আবেদনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নেয়ার ঘোষণা দেয়ার এক সপ্তাহ পরই নতুন এ তথ্য জানিয়েছে ফাইজার।
গত সপ্তাহে ফাইজার জানিয়েছিল, তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের সাথে মিলে তৈরি করা কোভিড ভ্যাকসিটি ৯০ শতাংশেরও বেশি মানুষের বেলায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: ফাইজারের পর আশা দেখাচ্ছে মর্ডানার করোনা ভ্যাকসিন
ফাইজার জানায়, তাদের ভ্যাকসিন নিরাপদ এবং এটি প্রয়োগে গুরুতর কোনো উদ্বেগের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। গবেষণায় অংশ নেয়া ১৭০ জন করোনা আক্রান্ত রোগীকে এ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর এর কার্যকারিতা শুরু হয় এবং এর মধ্যে ১৬২ জনের ক্ষেত্রে আশানুরূপ ফলাফল দেখা গেছে বলেও জানায় সংস্থাটি।
তবে এখনও তাদের গবেষণার বিস্তারিত তথ্য প্রকাশ এবং ফলাফলগুলো স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা বিশ্লেষণ করেনি ফাইজার।