এক অনলাইন লঞ্চ ইভেন্টে দেশের বাজারে উন্মোচন করা স্মার্টফোন অপো রেনো থ্রি প্রো-তে আছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড পাঞ্চহোল ডিসপ্লে। যেখানে আছে ৪৪ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ব্রাইটনেস ৮০০ নিটস।
চোখ ধাঁধানো ডিজাইনের রেনো থ্রি প্রো স্মার্টফোনে আছে চারটি রিয়ার ক্যামেরা। এর প্রধান সেন্সর ৬৪ মেগাপিক্সেলের যার অ্যাপার্চার এফ/১.৭।
এছাড়া আছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। ফোনটিতে ৫এক্স হাইব্রিড জুম এবং ২০এক্স ডিজিটাল জুম সুবিধা থাকছে।
রেনো থ্রি প্রো স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট যাতে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির এআই প্রসেসিং ইঞ্জিন। ৮ গিগাবাইট র্যা ম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটির এ ফোনটিতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট থাকায় দুটি সিম কার্ড ব্যবহারের পাশাপাশি স্টোরেজও বাড়িয়ে নেওয়া যাবে প্রয়োজনমতো।
অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক কালার ওএস ৭ থাকছে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে। দীর্ঘ সময় ধরে ব্যাকআপ নিশ্চিত করতে আছে ৪০২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০ প্রযুক্তি থাকায় ৫৬ মিনিটেই ফুল চার্জ দেওয়া সম্ভব হবে। আর ৫০% পর্যন্ত চার্জ দেওয়া যাবে ২০ মিনিটেই।
দেশের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে ৩৯,৯৯০ টাকায়। দেশজুড়ে সকল অপো স্টোরের পাশাপাশি একাধিক ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে স্মার্টফোনটি কেনা যাবে।