বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এবার সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলের সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন অভিনেত্রী নিপুণ।
নির্বাচন প্রসঙ্গে জানাতে ৯ জানুয়ারি (রবিবার) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইলিয়াস কাঞ্চন। যেখানে নিপুণসহ নির্বাচনের পদপ্রার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নূতনসহ অনেকে।
সভাপতি পদে নির্বাচন করা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণসহ প্যানেলের অন্যান্যরা আমাকে সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব দেন। তার বললেন, যার সংগঠনটিতে দীর্ঘদিন নেতৃত্বে আছেন তাদের সঙ্গে অন্য সংগঠনগুলোর একটা রেষারেষি ও মনোমালিন্য হচ্ছে। এভাবে তো চলচ্চিত্রের উন্নয়ন হতে পারে না। সব কিছু ভেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জয়ী হলে সবাই এক হয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।’
নির্বাচনের জয়ী হলে শিল্পীদের বেঁচে থাকার জন্য উদ্যোগ নিতে চান ইলিয়াস কাঞ্চন।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
তিনি বলেন, ‘সাহায্য দিয়ে শিল্পী ও ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না। ইন্ডাস্টিকে বাঁচাতে আমাকে কিছু পরিকল্পনা করতে হবে। সবার আগে আমাদের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। কারণ সিনেমা হল নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা দেয়া হচ্ছে। কিন্তু সিনেমা নির্মাণ না বাড়লে তো হল চলবে না। সেক্ষেত্রে সিনেমা বানানো জন্য প্রণোদনা প্রয়োজন। আমি চাই ইন্ডাস্ট্রিকে আবারও কর্মমুখর করে গড়ে তুলতে। সেই চিন্তা নিয়েই আমি এগোচ্ছি।’
সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সরকারের অনেক উদ্যোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে এই এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে সিনেমার উন্নতির জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। নিপুণরা এসে বললেন, উপযুক্ত নেতৃত্বের অভাব রয়েছে। আমাকে তাদের প্রয়োজন। আমিও চাই ভালো কিছুর মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ ১১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর আনুষ্ঠানিক প্যানেল ও ইশতেহার ঘোষণা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: ভিন্ন লুকে ওটিটির পর্দায় মেহজাবিন