ইলিয়াস কাঞ্চন
২৭ বিভাগে ৩৪ জন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বড়পর্দার তারকাদের জন্য কাজের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালের সেই তালিকা এরইমধ্যে প্রকাশ পেল। এবারের আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর, যৌথভাবে এই তালিকায় রয়েছেন ইলিয়াস কাঞ্চন।
প্রতি বছর ২৮টি ক্যাটাগরিতে দেয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এ বছর ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ ক্যাটাগরিতে কোনো প্রার্থী যোগ্য বিবেচিত না হওয়ায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদৈর্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। যার মধ্য থেকে জয়ীদের নির্বাচিত করা হয়।
এবারের তালিকায় শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন- সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে- আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য) পুরস্কার পেতে যাচ্ছেন।
আরও পড়ুন: দশম ঢাকা লিট ফেস্টেরে পর্দা উঠল
এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র যৌথভাবে- মাতিয়া বানু শুকু (লাল মোরগের ঝুঁটি) ও রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক-রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে-এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- শম্পা রেজা (পদ্মপুরাণ), শ্রেষ্ঠ অভিনেতা খল চরিত্রে- মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে- প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা), শ্রেষ্ঠ শিশুশিল্পী- আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক- সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ গায়ক- কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গায়িকা- চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ), শ্রেষ্ঠ গীতিকার- প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন), শ্রেষ্ঠ সুরকার-সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।
শ্রেষ্ঠ কাহিনিকার-রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।
শ্রেষ্ঠ সম্পাদক-সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক-শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক দলগত-সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি), শ্রেষ্ঠ শব্দগ্রাহক- শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা- ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। শ্রেষ্ঠ মেকআপম্যান দলগত-মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র-আকা রেজা গালিব (ধর), শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রকার- কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।
আরও পড়ুন: বছর শেষে শহর মাতালো ৩২ ব্যান্ড
‘সেরা রাঁধুনী ১৪২৯’ উপস্থাপনায় শ্রাবণ্য
১ বছর আগে
ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে: ইলিয়াস কাঞ্চন
চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ১২ জুন (রবিবার) চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ করেন চিত্রনায়ক ওমর সানি। যেখানে উল্লেখ করেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। এই বিষয়ে এবার গণমাধ্যমে বক্তব্য দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সোমবার (১৩ জুন) ওমর সানীর অভিযোগের চিঠি হাতে পান ইলিয়াস কাঞ্চন। তিনি ইউএনবিকে বলেন, ‘বিভিন্ন ধরনের অভিযোগ শিল্পী সমিতির কাছে আসে। সেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হয়। সমিতি নিয়ে এক সভা হয়। সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওমর সানির অভিযোগ নিয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় বিষয়টির সমাধান হবে বলে জানালে তা নির্দিষ্ট কোন তারিখে হবে সেটি উল্লেখ করেননি ইলিয়াস কাঞ্চন।
ওমর সানি তার তার অভিযোগ লেখেন, ‘দীর্ঘ ৩২ বছর যাবত চলচ্চিত্রে অভিনয় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী চিত্রনায়িকা আরিফা পরভীন মৌসুমীকে নানা হয়রানি ও বিরক্ত করে আসছে। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।’
ওমর সানির লিখিত অভিযোগের পরেই সামনে আসেন মৌসুমী। একটি অডিও প্রকাশ করে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেন। আর এতে পুরো ঘটনাকে উল্টো দিকে মোড় নেয়। জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানির অভিযোগ অস্বীকার করেন তিনি।
এমন ঘটনার পর থেকেই ওমর সানি ও মৌসুমীর সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়েছে। জানা যায়, দেড় মাস ধরে আলাদা থাকছেন তারা। তবে এসবকিছু স্বাভাবিক করতে গণমাধ্যমে বক্তব্য রাখেন এই তারকা দম্পতির ছেলে ফারদিন। তিনি বাবার পক্ষ নিয়ে জানান, এই সমাধান পারিবারিকভাবে তারা করতে চান।
পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
২ বছর আগে
কোটি টাকা ব্যয়ে মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন নায়িকা রোজিনা
রাজবাড়ীর গোয়ালন্দে নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন চিত্রনায়িকা নায়িকা রোজিনা। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও নায়িকা রোজিনা।
গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় (ঘোনা পাড়া) প্রায় সাত শতাংশ জায়গার ওপর ১৬০০ বর্গফুটের দৃষ্টি নন্দন মসজিদটি চিত্রনায়িকা তাঁর মায়ের নামে নামকরণ করেন।
চিত্রনায়িকা রোজিনা জানান, ২০১৮ সালে মসজিদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে পরের বছর ২০১৯ সালে জমি ওয়াকফ করে দেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে পুরোনো আদলে মসজিদের কাজ শুরু করেন। এ পর্যন্ত মসজিদটি নির্মাণে তাঁর প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।
আরও পড়ুন: উত্তম-সুচিত্রার ১৭ সিনেমা ওটিটিতে
তিনি জানান, মসজিদের কাজ শেষ হওয়ার পর তাঁর মায়ের নামে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, নায়িকা রোজিনা শুধু গোয়ালন্দ-রাজবাড়ী নন দেশের জন্য গৌরবের। এমন একজন মানুষ নিজের এলাকায় একটি সুন্দর মসজিদ করে প্রশংসা কুড়িয়েছেন। আমরাও যেন তার মতো করে এমন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতে পারি।
অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পি সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি
২ বছর আগে
শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সায়মন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আইনি জলিতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন সায়মন সাদিক।
এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দীর্ঘ নাটকীয় ঘটনার পর জায়েদ খান সম্প্রতি শপথ গ্রহণ করেন। কিন্তু জায়েদ খানকে বৈধতা দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্যেও দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আপাতত সাধারণ সম্পাদক পদে কেউ বসতে পারবেন না বলে জানা যায়। বিষয়টি নিয়ে (৭ মার্চ) এফডিসি প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
পড়ুন: অবশেষে মুক্তি পাচ্ছে রাজ-পরীর ‘গুণিন’
তিনি জানান, সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার কারণে এর কার্যক্রম চালাবেন সহ-সাধারণ সম্পাদক সায়মন সাদিক।
নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘একটি পদের জন্য আমাদের সকল কাজ তো বন্ধ থাকতে পারে না। দলের একজন না থাকলে কার্যক্রম বন্ধ থাকবে না। আপাতত এই পদের কাজগুলো সহ-সম্পাদক সায়মন সাদিক করবেন। সংবিধান অনুযায়ী সায়মনকে দায়িত্ব দেয়া হয়েছে।’
সভাপতির এই ঘোষণার সঙ্গে একমত সংগঠনের অন্যান্যরাও।
সায়মন সাদিক বলেন, ‘অনেক বড় একটি দায়িত্ব এটি। তবে এখনও দায়িত্ব পাইনি। সময় হলেই এ নিয়ে কথা বলব।’
পড়ুন: ৪০০ বছর আগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাজল রেখা’
২ বছর আগে
পদ হারালেন জায়েদ খান, সাধারণ সম্পাদক নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকের পদ হারালেন জায়েদ খান। তার বদলে পদটিতে জয়ী ঘোষণা করা হয়েছে অভিনেত্রী নিপুণকে।
বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনের দিন থেকে জায়েদ খানকে নিয়ে নানান বিতর্কের শুরু হয়। তবে সবকিছু ছাপিয়ে এবারও টানা তিনবারের মতো সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন তিনি। তবে ফলাফলের বিষয়টি নিয়ে একই পদে নির্বাচন করা প্রার্থী নিপুণ লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছে।
আরও পড়ুন: ইলিশ খেতে মধ্যরাতে মাওয়ায় গেলেন পরীমণিএ নিয়ে বেশ কয়েকদিন জল ঘোলা অবস্থার পর অবশেষে পরিস্কার হলো। বিদায় নিতে হচ্ছে জায়েদ খানকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্তের কথা জানান আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।নির্বাচনে অনিয়ম করার অভিযোগে জায়েদ খানের পদ বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আপিল বোর্ডের মিটিংয়ে নিপুণ অংশ নিলেও জায়েদ খানকে পাওয়া যায়নি। এতে বিগত সময়ে সমিতির সদস্য পদ হারানো শিল্পীরা বিক্ষোভ করেন।
আরও পড়ুন: 'নাকফুল' সিনেমায় রোশান-পূজাগত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। এবার সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গত দুই বারের সভাপতি মিশা সওদাগরর। আর আজকের আপিল বোর্ডের রায়ে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে হারিয়ে জয়ী হলেন নিপূণ আক্তার।উল্লেখ্য, এবার শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮জন। ভোট দিয়েছেন ৩৬৫ জন।
২ বছর আগে
চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন জায়েদ খান। তারা ২০২২-২০২৪ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
শনিবার ভোর ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়ছেন ১৯১ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়ছেন ১৪৮ ভোট। অন্যদিকে জায়েদ খান পেয়ছেন ১৭৬ ভোট এবং নিপূণ আক্তার তার চেয়ে ১৩ ভোট কম পেয়ছেন।
সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ডিপজল ও রুবেল। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ২১৯ ও ১৯১। ২১২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন।
আরও পড়ুন: অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
১৮৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন জয় চৌধুরী। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২০৫।
দপ্তর সম্পাদক পদে আরমান ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন মামনুন ইমন। আজাদ খান জয়ী হয়েছেন কোষাধ্যক্ষ পদে। পেয়েছেন ১৯৩ ভোট।
এছাড়া কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ ২৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন ফেরদৌস। এই পদে আরও যারা জয়ী হয়েছেন তাদের ভোট সংখ্যা মৌসুমী ২২৫, অঞ্জনা ২২৫, রোজিনা ১৮৫, অরুণা বিশ্বাস ১৯২, আলীরাজ ২০৩, সুচরিতা ২০১, কেয়া ২১২, অমিত হাসান ২২৭, জেসমিন ২০৮, চুন্নু ২২০।
এর আগে শুক্রবার এফডিসিতে শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিার্বাচন। যা শুরুতে বিকাল ৫টা পর্যন্ত চলার কথা থাকলেও পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫। কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০ ভোট ও সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেছেন পীরজাদা শহীদুল হারুন। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন।
আরও পড়ুন: শিল্পী সমিতির নির্বাচন শেষে ভোট গণনা চলছে
কঠোর নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন
২ বছর আগে
কঠোর নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন
বিএফডিসি প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। গতবারের মতো এবারও এফডিসির ভেতর ও বাহিরে পুলিশ ও র্যাবের নিরাপত্তায় চলছে ভোট কার্যক্রম।
এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে লড়ছেন ৪২ জন প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেতা ডন ও হরবোলা।
এবারের নির্বাচনে ভোট দেবেন ৪২৮ জন ভোটার। সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তারকাদের আগমনে মুখর হয়ে উঠে এফডিসি প্রাঙ্গণ। বিভিন্ন অসঙ্গতি ও অভিযোগের মধ্যেও নির্বাচন নিয়ে অনেকটাই সন্তষ্ট প্রার্থীরা।
আরও পড়ুন: আমাকে বারবার অপমানিত হতে হয়েছে: পপি
সমিতির সাবেক সভাপতি ও এবারের সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর বলেন, ‘নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে আমি সন্তুষ্ট। আমরা শিল্পী। প্যানেল যেটাই হোক এবং যারাই জয়ী হোক, সবার আমরা নিজেরাই। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে নির্বাচন করতে পারছি এটি আমার অনেক বড় পাওয়া।’
অন্যদিকে আরেক প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মিশা সওদাগর ঠিকই বলেছেন। আমরা শিল্পী। নির্বাচন মানেই আমরা ভিন্ন কেউ না। আমরা একজন অন্যজনকে সহযোগিতার মধ্য দিয়েই সমিতি এগিয়ে যাবে। আমি জয়ী হলেও মিশার সাহায্য লাগবে। তার পরামর্শ নেব।’
দুপুরের দিকে ভোট দিতে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভোটের পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। অপু বলেন, ‘এফডিসি প্রবেশের পরই বেশ ভালো লাগছে। সুন্দর পরিবেশ। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। অনেকদিন পর শিল্পীদের এমন মিলনমেলা। যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে শিল্পীদের জন্য কিছু করার প্রত্যাশা থাকবে।’
আরও পড়ুন: ইভ্যালির প্রতারণার মামলা: তাহসান খানের ৬ সপ্তাহের আগাম জামিন
নির্বাচন শান্তিপূর্ণ হলেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপূণ আক্তার অভিযোগ দেন অন্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ৷ তারা ভোট চাইছে, টাকা দিচ্ছে৷ তাই এখন আমরাও এখানে দাঁড়াব৷'
কিন্তু অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনে অভিযোগ থাকবেই। তবে আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন। আপনারা সবাই এখানে দাঁড়ানো। সব দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয়।’
উল্লেখ্য, এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে সহযোগী হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান।
২ বছর আগে
ইন্ডাস্ট্রিকে কর্মমুখর করে গড়ে তুলতে চাই: ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। এবার সভাপতি পদপ্রার্থী অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার প্যানেলের সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন অভিনেত্রী নিপুণ।
নির্বাচন প্রসঙ্গে জানাতে ৯ জানুয়ারি (রবিবার) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইলিয়াস কাঞ্চন। যেখানে নিপুণসহ নির্বাচনের পদপ্রার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, নূতনসহ অনেকে।
সভাপতি পদে নির্বাচন করা প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণসহ প্যানেলের অন্যান্যরা আমাকে সভাপতি পদে নির্বাচনের প্রস্তাব দেন। তার বললেন, যার সংগঠনটিতে দীর্ঘদিন নেতৃত্বে আছেন তাদের সঙ্গে অন্য সংগঠনগুলোর একটা রেষারেষি ও মনোমালিন্য হচ্ছে। এভাবে তো চলচ্চিত্রের উন্নয়ন হতে পারে না। সব কিছু ভেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জয়ী হলে সবাই এক হয়ে কাজ করলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।’
নির্বাচনের জয়ী হলে শিল্পীদের বেঁচে থাকার জন্য উদ্যোগ নিতে চান ইলিয়াস কাঞ্চন।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
তিনি বলেন, ‘সাহায্য দিয়ে শিল্পী ও ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না। ইন্ডাস্টিকে বাঁচাতে আমাকে কিছু পরিকল্পনা করতে হবে। সবার আগে আমাদের চলচ্চিত্র নির্মাণ করতে হবে। কারণ সিনেমা হল নির্মাণের জন্য এক হাজার কোটি টাকা দেয়া হচ্ছে। কিন্তু সিনেমা নির্মাণ না বাড়লে তো হল চলবে না। সেক্ষেত্রে সিনেমা বানানো জন্য প্রণোদনা প্রয়োজন। আমি চাই ইন্ডাস্ট্রিকে আবারও কর্মমুখর করে গড়ে তুলতে। সেই চিন্তা নিয়েই আমি এগোচ্ছি।’
সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সরকারের অনেক উদ্যোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরে এই এফডিসি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে সিনেমার উন্নতির জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। নিপুণরা এসে বললেন, উপযুক্ত নেতৃত্বের অভাব রয়েছে। আমাকে তাদের প্রয়োজন। আমিও চাই ভালো কিছুর মধ্য দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক।’
ইলিয়াস কাঞ্চন-নিপুণ ১১ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এরপর আনুষ্ঠানিক প্যানেল ও ইশতেহার ঘোষণা করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: ভিন্ন লুকে ওটিটির পর্দায় মেহজাবিন
২ বছর আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। শিল্পী সমিতির বর্তমান কমিটি সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। তার সঙ্গে আরও থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
সোহানুর রহমান সোহান থাকবেন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তার সঙ্গে সদস্য হিসেবে থাকবেন মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি করে বিয়ে করলেন বিদ্যা সিনহা মিম
এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী নিপুণ। গত বছর নতুন এই প্যানেল ঘোষণার পর থেকে বেশ আলোচনায় রয়েছেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্রের জন্য সবসময় কিছু করতে চাই। যখন আমার কাছে নির্বাচনের প্রস্তাব এলো, তাদের চিন্তা আমার পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করি সবাই এক হয়ে কাজ করলে ভালো কিছু করা সম্ভব।’
এবারও সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। তার প্যানেলে সাধারণ সম্পাদক জায়েদ খান।
আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মনোজ প্রামাণিকের ‘একজন তেলাপোকা’
মিশা সওদাগর বলেন, ‘৭ জানুয়ারি তফসিল ঘোষণা হবে। এরপরই নির্বাচন বিষয়ে বিস্তারিত জানাব। সবার অংশগ্রহণে আমরা সুন্দর একটি নির্বাচন করতে পারব সেই আশা রাখি।’
বাংলাদেশ শিল্পী সমিতির দ্বিবার্ষিকী মেয়াদ শেষ হয়েছে ২০২১ সালের ৩০ অক্টোবর। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিষয় উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।
২ বছর আগে
২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
গত বছরে শুধু সিলেট বিভাগেই সড়ক দুর্ঘটনা ঘটেছে ১৮৭টি। এসব দুর্ঘটনায় ২৫০ জন নিহত এবং আহত হয়েছেন ৩৯৮ জন।
৩ বছর আগে