ঈদ মানেই বড় পর্দাজুড়ে চমকপ্রদ আয়োজনের শুভ মহরত। প্রতিবারের মত এবারো নিত্য-নতুন সব ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩ কে ভরিয়ে তুলবে বিনোদনের আলোকসজ্জায়।
সেই প্রত্যাশাতেই সিনেমাপ্রেমীদের উৎসুক দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে উড়াল সড়কের স্তম্ভ থেকে সামাজিক মাধ্যমগুলোর নিউজফিডে। এই উদ্দীপনা শুধু হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর জন্য নয়!
বাংলাদেশের ঘরোয়া চলচ্চিত্রের অন্ধ ভক্তগণ এখন ওটিটি (ওভার-দ্যা-টপ) ওয়েব ফিল্মের সঙ্গেও অভ্যস্ত হয়ে উঠেছে। বাংলা চলচ্চিত্রের এই শুভাকাঙ্ক্ষিদের কথা মাথায় রেখেই আসন্ন ঈদে ওটিটি ও হলে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমাগুলো নিয়ে সাজানো হয়েছে এই ফিচারটি।
চলুন দেখে নেয়া যাক- কোন সিনেমাগুলো ইতোমধ্যেই সমূহ উত্তেজনার খোরাক যোগাচ্ছে।
ঈদুল আজহা ২০২৩ এর সেরা বাংলা ১০ সিনেমা
প্রিয়তমা
গত ১০ মে সিনেমাটির ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর থেকেই হৈচৈ শুরু হয়ে গেছে শাকিবিয়ানদের মধ্যে। পেছনে টান করে বাঁধা লম্বা চুলের শাকিব খানের নতুন অবতারটির খুব একটা সময় লাগেনি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে।
বৃষ্টির মধ্যে জ্বলন্ত সিগারেট ঠোটে চেপে অজানা বিষন্নতার দিকে চাহনীটা চমকে দিয়েছে লাখো ভক্তকে। পরিচালক হিমেল আশরাফ দাবী করেছেন শাকিবের এই স্বতঃস্ফূর্ত ভঙ্গিমাটি প্রথমবারের মত বের হয়ে এসেছে প্রিয়তমায়।
ফারুক হোসেনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য ও সংলাপ নির্মাণে স্বয়ং পরিচালকও অংশ নিয়েছেন। ছবিটির প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতার তারকা ইধিকা পালকে।
সুড়ঙ্গ
সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বড় পর্দায় নিশোর অভিষেকটা রাজকীয় হতে যাচ্ছে এই থ্রিলার ঘরানার ছবিটির মাধ্যমে। সত্য ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্রটির নির্মাতা পরান-খ্যাত রায়হান রাফি।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
২০১৪ সালের কিশোরগঞ্জের একটি ব্যাংকের নিচ থেকে দীর্ঘ এক সুড়ঙ্গ বানিয়ে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি করে সোহেল। গোটা ২ বছর ধরে সুড়ঙ্গ করলেও চুরির মাত্র ২ দিনের মধ্যেই সে ধরা পড়ে পুলিশের হাতে। সমালোচক ও ভক্তদের অনেকেই এই ঘটনার সঙ্গে ‘সুড়ঙ্গ’-এর কাহিনীর সাদৃশ্য করছেন।
নিশোর বিপরীতে মূল ভূমিকায় দেখা যাবে তমা মির্জাকে। এছাড়াও আছেন মোস্তফা মনোয়ার ও শহীদুজ্জামান সেলিম।
এবারের কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি এবং স্থানীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রহেলিকা
প্রথিতযশা নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এবার পূর্ণদৈর্ঘ্য ছবি উপহার দিতে চলেছেন। ইতোমধ্যেই ‘মেঘের নৌকা’ শিরোনামে ‘প্রহেলিকা’-এর একটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।
পান্থ শাহরিয়ারের গল্প, সংলাপ ও চিত্রনাট্যের মোড়কে দর্শকরা রোমান্সের পাশাপাশি এখানে খুঁজে পাবেন রহস্য। দীর্ঘ বিরতির পর এর মধ্য দিয়ে আবার সিনেমায় ফিরছেন প্রখ্যাত অভিনেতা মাহফুজ আহমেদ।
তার বিপরীতে দেখা যাবে এ সময়ের বড় পর্দার আলোচিত তারকা শবনম বুবলীকে।
জামাল হোসেন প্রযোজিত চলচ্চিত্রটিতে আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ও এ কে আজাদ সেতু।
আরও পড়ুন: ঈদ আনন্দ বাড়িয়ে দেবে ক্যাসিনো: নিরব
নিকষ
নাটক ও সিনেমা উভয় জগতে সমানভাবে নিজের স্বাক্ষর রাখা তাসনিয়া ফারিণ আবারো আসতে চলেছেন দারুণ চমক নিয়ে। হঠাৎ একদিন ফেসবুক লাইভে এসে হারিয়ে যাওয়া বোনকে খুঁজে দেওয়ার জন্য দর্শকদের কাছে আকুতি-মিনতি করেন ফারিণ।
এটা যে ‘নিকষ’-এর প্রোমো ছিলো তা বুঝতে বেশ বেগ পেতে হয়েছিলো নেটিজেনদের।
স্কুলে পড়া ছোট বোন লিজা হঠাৎ একদিন লাপাত্তা হয়ে যায়। তাই বোনের খোঁজে হন্যে হয়ে দিগ্বিদিক ছোটাছোটি শুরু করে দেয় টাইপিস্টের চাকরি করা বড় বোন সুলতানা।
এই গল্প নিয়েই এগোতে থাকে সিনেমা।
কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। থ্রিলার ঘরানার এই ওয়েব ফিল্ম নির্মাণের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করলেন রুবেল হাসান।
ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহিমা সুলতানা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর নওফেল আশরাফী, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, ইসরাত জাহান হৃদিকা, সাবিহা জামানসহ আরও অনেকে।
এম আর নাইন
ধুর্ধর্ষ গুপ্তচর মাসুদ রানার ওপর সিনেমা বানানো নিয়ে অনেক আগে থেকেই তোড়জোড় ছিলো জাজ মাল্টিমিডিয়ার। অবশেষে কাজী আনোয়ার হোসেনের ১৯৬৬ সালের উপন্যাস ধংস পাহাড়ের স্বত্ত্ব নেওয়ার মাধ্যমে তা এবার সম্ভব হতে যাচ্ছে। শিরোনাম ‘এম আর নাইন: ডু অর ডাই’।
জাজ মাল্টিমিডিয়া এবং অ্যাভেল এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটির পরিচালনা করেছেন আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।
ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশিয় প্রেক্ষাগৃহসহ টলিউডেও মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের পর, প্রিমিয়ার এন্টারটেইনমেন্ট বিশ্বব্যাপী ছবিটির পরিবেশনের কাজ করছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, জেসিয়া ইসলাম, ইরফান সাজ্জাদ, সৈয়দা তিথি ওমনি, আনিসুর রহমান মিলন, শহিদুল আলম সাচ্চুসহ আরও অনেককে।
আরও পড়ুন: দুই চ্যানেলে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান