অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ক্রিস রককে চড় মারায় মোশন পিকচার অ্যাকাডেমি উইল স্মিথকে ১০ বছরের জন্য অস্কার বা অন্য কোনো অ্যাকাডেমি ইভেন্টে যোগদান থেকে নিষিদ্ধ করেছে।
শুক্রবার স্মিথের করা সাম্প্রতিক এই কাজের প্রতিক্রিয়া নিয়ে অ্যাকাডেমির বোর্ড অফ গভর্নরদের বৈঠকের পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অ্যাকাডেমি এক বিবৃতিতে বলেছে, মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য সব অ্যাকাডেমির ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে গত সপ্তাহে উইল স্মিথ এক বিবৃতিতে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ৫৩ বছর বয়সী উইল স্মিথ।
তিনি বলেন, ‘আমি অ্যাকাডেমির সিদ্ধান্তকে মেনে নেব এবং সম্মান করব।
আরও পড়ুন: অস্কার ২০২২:সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
তিনি আরও জানান, ৯৪তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।
তিনি আরও বলেন, আমি যাদের আঘাত করেছি, তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন- ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক।
তবে চড় মারার পরেও স্মিথ ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতার অস্কার জিতেছেন।
অ্যাকাডেমি তার বিবৃতিতে ‘এই পরিস্থিতিতেও তার সংযম বজায় রাখার জন্য মি. রকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’
এছাড়া অ্যাকাডেমি বহিষ্কৃত সদস্য হার্ভে ওয়েইনস্টেইন বা রোমান পোলানস্কির কাছ থেকেও অস্কার প্রত্যাহার করেনি।
উল্লেখ্য, গত ২৭শে মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে রক সেরা তথ্যচিত্রের পুরষ্কার উপস্থাপন করতে মঞ্চে এসেছিলেন। এসময় তিনি স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথসহ বেশ কয়েকজন উপস্থিতদের নিয়ে রসিকতা করেছিলেন।
আরও পড়ুন: অস্কার ২০২২:সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম 'ড্রাইভ মাই কার'
এসময় রক বলেন, ‘জাডা আমি তোমাকে ভালোবাসি। জি আই জেন’-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি আমি।
আসলে, হলিউডের ছবি ‘জি আই জেন’-এ যিনি নায়িকা ছিলেন, মাথায় চুল কম ছিল। বলতে গেলে ন্যাড়া। অস্কারের আসরে বসে থাকা উইলের স্ত্রী জাডার অবস্থাও ছিল ঠিক সেরকম। একটি বিরল রোগের কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে তাকে।
সেটা নিয়েই মজা করেন সঞ্চালক ক্রিস রক। যেটা মেনে নিতে পারেননি উইল। তিনি দর্শক সারি থেকে কোনো কথা না বলে সোজা মঞ্চে গিয়ে ওঠেন এবং সঞ্চালকের গালে সপাটে চড় কষিয়ে দেন।
অনেকে ভেবেছিল যে এটি শো পরিচালকদের পরিকল্পিত একটি কাজ।কিন্তু স্মিথ তার আসনে ফিরে আসার পরেও চিৎকার করায় সবাই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে।
সিটে ফিরেও স্মিথ রাগান্বিতভাবে দু’বার চিৎকার করে রককে বলেন, ‘আপনার মুখে আমার স্ত্রীর নাম নেবেন না।’
আরও পড়ুন: করোনার কারণে এবার মার্চে দেওয়া হবে অস্কার পুরস্কার