সিনেমার শ্যুটিং সেটে একজনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের বিশ্বখ্যাত সিনেমা সিরিজ ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার শ্যুটিং।
বৃহস্পতিবার সিনেমার সেটে একজনের শরীরে করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: সন্তানদের অভিভাবকত্ব নিয়ে আবারও আলোচনায় ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি
চলচ্চিত্রটির একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নিয়মিত টেস্টে একজনের করোনা শনাক্ত হওয়ায় সিনেমার শ্যুটিং ১৪ জুন পর্যন্ত সাময়িক বন্ধ রাখা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তারা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।
এর আগে ডিসেম্বরে সিনেমা সংশ্লিষ্ট দু’জন সদস্য সামাজিক দূরত্ব নিয়ম মেনে না চলায় সহকর্মীদের উচ্চবাক্য শুনিয়েছেন ক্রুজ।
সান ট্যাবলয়েডের এক অডিও বার্তায় বলা হয়েছে, যদি কেউ নিয়ম অনুসারে একজন থেকে অন্যজন কমপক্ষে ২ মিটার দূরত্ব মেনে না চলে, তবে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হবে বলে সতর্ক করেছেন টম ক্রুজ।
আরও পড়ুন: নোবেলের বিরুদ্ধে করা মামলা তদন্ত করবে সিআইডি
করোনা ভাইরাসের কারণে সিনেমা ইন্ডাস্ট্রির অন্য সিনেমাগুলোর মতো গত বছরের শুরুর দিকে কাজ বন্ধ রেখেছিলো সিনেমাটি।
২০২২ সালের দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।