শনিবার ইনস্টাগ্রামে পোস্ট করে অভিষেক বচ্চন লিখেছেন, ‘প্রমিস মানে প্রমিস। আজ দুপুরে আমি কোভিড নেগেটিভ হলাম। আমি তোমাদের বলতে চাই, যুদ্ধে জিতলাম। আমার পরিবার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। করোনা যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ। ওরা যা করলেন, তার জন্য ধন্যবাদ।’ তবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, সে ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি এই অভিনেতা।
প্রায় একমাসের মাথায় নিজেকে সংক্রমণমুক্ত হিসেবে ঘোষণা করলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। দিন দুয়েক আগেই বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন। কিন্তু কো-মর্বিডিটি বেশি থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছিল অভিষেককে।
এদিকে, টানা ২৩ দিন মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
জানা গেছে, ৭৭ বছর বয়সী এই অভিনেতার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসাতেই তাকে সুস্থ বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
গত ১১ জুলাই তিনি জানান যে, তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ছেলে অভিষেক বচ্চনও একই রোগে আক্রান্ত হন এবং ওই হাসপাতালে তাকেও ভর্তি করা হয়। এর আগে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়াকেও হাসপাতালে ভর্তি করা হয়, তবে কিছুদিনের মধ্যেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে যান তিনি।
(সূত্র: এনডিটিভি বাংলা)