দীর্ঘদিন ‘বিউটি সার্কাস’ নিয়ে আলোচনা চললেও সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হচ্ছে এ মাসেই।
আগামী ২৩ সেপ্টেম্বর ১১টি হলে মুক্তি পাবে মাহমুদ দিদার পরিচালিত এই সিনেমা।
রাজধানীর বিয়াম অডিটোরিয়াম হলে সিনেমাটি মুক্তির উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ‘বিউটি সার্কাস’-এ মূল চরিত্রে অভিনয় করা জয়া আহসান।
আরও পড়ুন: সেরা অভিনেত্রী হিসেবে কলকাতায় সম্মাননা পেলেন জয়া আহসান
এছাড়াও ছিলেন অভিনেতা ফেরদৌস, এবিএম সুমন, সঙ্গীতশিল্পী সুলতানা শারমিন সুমি, পরিচালক মাহমুদ দিদারসহ সংশ্লিষ্ট অনেকে।
সংবাদ সম্মেলনের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে জয়া আহসান বলেন, ‘বাংলার আবহমান সংস্কৃতি সার্কাস নিয়ে এই সিনেমা। অভিনয় জীবনে এমন কিছু চরিত্র করার সুযোগ আসে যা নতুন অভিজ্ঞতা দেয়।
এই সিনেমার আমার চরিত্রটিও তেমন। অনেক কষ্ট করে কাজটি করেছি। আমার ক্যারিয়ারের রোমাঞ্চকর একটি কাজ ‘বিউটি সার্কাস’। আশা করি সবাই সিনেমাটি দেখবেন।’
২০১৭ সালে নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশালযজ্ঞে ২০০ জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহনে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। পরবর্তীতে মুক্তির পরিকল্পনা থাকলেও মহামারি করোনার জন্য পিছিয়ে যায়।
জয়া আহসান ছাড়া ‘বিউটি সার্কাস’-এ আরও অভিনয় করেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ।