সম্প্রতি পায়েল ঘোষ নামে বলিউডের স্বল্প পরিচিত এক অভিনেত্রী অভিযোগ করেন, ২০১৩ সালে কাশ্যপ তাকে বাড়িতে ডেকে নিয়ে যৌন হেনস্থা করেন। এ অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ গত সপ্তাহে কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
তবে চলচ্চিত্র নির্মাতা কাশ্যপ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে মুম্বাই পুলিশের এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘ভরসোভা থানা পুলিশ কাশ্যপকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। মামলার তদন্ত চলমান থাকায় আমরা এখনও তাকে গ্রেপ্তার করিনি।’
ধর্ষণের অভিযোগ আনা অভিনেত্রী পায়েল ঘোষ সম্প্রতি মহারাষ্ট্রের গভর্নর বিএস কোশিয়ারি এবং মন্ত্রী রামদাস আটওয়ালের সাথে সাক্ষাৎ করে এ মামলায় কাশ্যপের তাৎক্ষণিক গ্রেপ্তারের দাবি জানান। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় তলব করে পুলিশ।
তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন এ চিত্রপরিচালক।
কাশ্যপের আইনজীবী বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। দুঃখের বিষয় যে ‘মি টু’ আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ একটি সামাজিক আন্দোলনকে নিজ স্বার্থে ব্যবহারের মাধ্যমে নিরপরাধ মানুষের মানহানি করার একমাত্র হাতিয়ারে পরিণত করা হচ্ছে।’