আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে সৈকত নাসির নির্মিত সিনেমা 'তালাশ'। এতে চিত্রনায়িকা শবনম বুবলির বিপরীতে রয়েছেন নবাগত আদর আজাদ। সিনেমা মুক্তির আগেই এক টক শোতে অংশ নেন তারা তিনজন। আর সেখানেই ঘটে মারামারির ঘটনা।
টক শোয়ের রেকর্ডিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। যেখানে দেখা যায় উপস্থাপককে চড় ও লাথি দিচ্ছেন আদর আজাদ।
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
তবে জানা যায়, সিনেমার প্রচারণার জন্য সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর আজাদ। এর সূত্রপাত হয়, অনুষ্ঠানে উপস্থাপক আদরের পোশাকের সমালোচনা দিয়ে।
ভিডিওতে দেখা যায় সৈকত নাসির বলছেন, ‘আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত।’ তখনই আদর উঠে এসে উপস্থাপককে কয়েকবার চড় মারেন। এমনকি তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারেন।
বিষয়টি নিয়ে সৈকত নাসির গণমাধ্যমে বলেন, আমরা কোনো টক শোতেই অংশ নেইনি। আর এই ঘটনার খোলাশা করতে আমরা সংবাদ সম্মেলনে করব। তখন সবাই পরিস্কার হবেন।
সৈকত নাসির বলেন, এটি তাদের সিনেমার একটি অংশ। 'মেকিং অব তালাশ' তৈরি করছিলেন তারা।
আরও পড়ুন: নতুন ছবি ‘এই মুহূর্তে’: এক সিনেমা, তিন পরিচালক
তবে প্রচারণার জন্য এমন কাজকে নেতিবাচক হিসেবে দেখছেন দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। শুধু তাই নয়, ইতোমধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই এই বিষয়ে নিন্দা জানান।