দেশের রক আইকন আইয়ুব বাচ্চুর জন্মদিন ১৬ আগস্ট। আর এ দিন প্রথমবারের মতো পর্দার সামনে আসবেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। স্বামী আইয়ুব বাচ্চু’র গান, তার সঙ্গে যাপিত জীবন, বর্তমান স্মৃতি সংরক্ষণ, দাম্পত্যজীবন নিয়ে কথা বলবেন তিনি।
কোলাহল কমিউনিকেশনের ডিজিটাল প্লাটফর্মে আগে থেকে রেকর্ড করা ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ শিরোনামে অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু’র স্মৃতি চারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেছেন ফেরদৌস আক্তার চন্দনা ও এলআরবি গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ।
অনুষ্ঠানটি প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি আজীবনই মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝিনা। বুঝতেও চাইনি। কিন্তু এখন বাচ্চুর স্মৃতি সংরক্ষণ আর ওর এই অমূল্য গানের সংরক্ষণের কাজগুলো আমি আমার দুই সন্তানের পক্ষ থেকে করছি। দায়িত্বগুলো আমার সন্তানের। ওরা যেহেতু বাইরে পড়াশোনা করছে। সেই কাজগুলো করার জন্য আমি এখন ছুটে বেড়াচ্ছি। এসব কাজ নিয়ে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। কারো কারো বাঁকা কথাও শুনতে হচ্ছে। ওদের সবাইকে তো আমি জনে জনে ব্যাখ্যা দিতে পারবো না। তানভীর ভাই বাচ্চুর খুব স্নেহধন্য ছিলেন। তাই তার অনুরোধের, এবং সময়ের প্রয়োজনে কিছু কথা বলেছি।’
অনুষ্ঠানে এলআরবির ভবিষ্যত, সন্তানদের ইচ্ছে, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কার্যক্রম, আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগতাড়িত স্মৃতিচারণাসহ নানান প্রসঙ্গ উঠে এসেছে এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদের কথায়। এছাড়াও বলেন প্রিয় এবিবস্ কে নিয়ে স্মৃতিচারণসহ নিজের সেক্রিফাইসের গল্প।
অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘বাচ্চু ভাইকে নিয়ে আমার অধিকাংশ শোতে কথা বলি। এই অনুষ্ঠানটি বিশেষ। কারণ, আইয়ুব বাচ্চুর স্ত্রী এবং তাদের সন্তানের মা কথা বলেছেন। তাই এলআরবির গান ও আনুসঙ্গিক বিষয় নিয়ে খোলাসা করার চেষ্টা করেছি। এমন এক কিংবদন্তীর প্রতি দর্শকের কৌতুহল অনেক। তাই নানান মিশ্রমত থাকবে, এটাই স্বাভাবিক। আমি চেয়েছি তারই কিছু প্রাসঙ্গিক আলাপের অবতারণা করতে। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন।’
কয়েক পর্বের এই অনুষ্ঠানের একটি পর্বে কথা বলেছেন গীতিকবি বাপ্পী খান। ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ সিরিজটির প্রথম পর্ব অবমুক্ত হবে ১৬ আগস্ট রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপেও দেখা যাবে।