গতকাল রাতে মুক্তি পেল বাপ্পা মজুমদারের নতুন গান ‘হে পাথর’। গানটিতে কন্ঠ ও সংগীত আয়োজন করছেন বাপ্পা মজুমদার নিজে। গানটির কথা লিখেছেন মহসিন মেহেদি।
গানটির ভিডিও তৈরি করেছেন তরুণ নির্মাতা বিনি ইয়ামিন সিয়াম।। তিনি বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া অনুষদে অধ্যয়নরত।
গানটি প্রকাশ করা হয়েছে বাপ্পা মজুমদারের নিজস্ব লেভেল বিএমজ ওয়ার্ক স্টেশন এর ব্যানারে।
আরও পড়ুন: ‘আন্তর্জাতিক রত্ন’ সম্মাননায় ভূষিত হলেন সংগীত পরিচালক তাপস
সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার এর সাথে নির্মাতা বিনি ইয়ামিন সিয়ামের এটাই প্রথম কাজ নয়। এর আগেও তারা একসাথে কয়েকটি মিউজিক ভিডিও নিয়ে কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল নজরুল সঙ্গীত ‘মেঘের ও ডমরু’ ।
এই নির্মাতা জানান, ‘এই মিউজিক ভিডিও শেষ করাটা ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। লকডাউন এর কারণে এই মিউজিক ভিডিওটির শুটিং করতে পারে নাই। ইচ্ছা ছিল ঈদে রিলিজ করানো। কিন্তু সেটা সম্ভব হয় নাই। কিন্তু লকডাউন শিথিল করার সাথে সাথে আমরা এর কাজ শুরু করে দিয়েছি। এরপর শুটিং শেষ করলাম আমরা। আর পূজার আগে রিলিজ করলাম। গানের কথাগুলো এতটা সত্য যে আমাদের চারপাশে আজ যাই হচ্ছে এই সভ্যতা আসলেই আমরা চাইনা আমরা চাই শান্তি এই পৃথিবীতে। ওইভাবে চিন্তা করে মিউজিক ভিডিও নির্মাণ করেনি।
আরও পড়ুন: টিআইসিতে তির্যকের নাটক রবীন্দ্রনাথের ‘রাজা’
তিনি বলেন, বাপ্পা দা কে আমার উপর বারবার ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমার প্রোডাকশন টিমকেও ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ আমার মাতুয়াইল এলাকাবাসীকে।’