সকালে ধানমন্ডির পিবিআই সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার এ তথ্য জানান।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ব্যক্তিগত সমস্যার কারণেই আত্মহত্যা করেন সালমান শাহ।
পিবিআই’র দেয়া তথ্য অনুযায়ী, অভিনেত্রী শাবনুরের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, বিবাহবন্ধন, পূর্ববর্তী আত্মহত্যা প্রচেষ্টা, জটিল ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক এবং সন্তান না হওয়ার কারণেই আত্মহত্যা করেন সালমান শাহ।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান ৯০ দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। তার বাবা কামারউদ্দিন চৌধুরী একটি অপমৃত্যু মামলা দায়ের করলেও পরে সেটি হত্যা মামলায় রূপান্তরিত করেন তিনি। ওই মামলায় তখন সালমান শাহর মায়ের বাড়ি থেকে রিজভি আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
সালমান শাহর স্ত্রী-শাশুড়ি এবং অন্য আরও ৮ জনের সহায়তায় সালমানকে হত্যা করার কথা জানান রিজভী। তবে পরে এই স্বীকারোক্তি অস্বীকার করেন তিনি।
১৯৯৭ সালে সিআইডির তদন্ত প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা এবং ২০১৪ সালে বিচার বিভাগীয় তদন্তে অপমৃত্যু বলে উল্লেখ করা হয়। তবে এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমানের পরিবার। এর প্রেক্ষিতেই মামলার তদন্তভার যায় পিবিআই’র হাতে।
ওই মামলায় প্রয়াত সালমান শাহর স্ত্রী সামিরা হক, প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনকে আসামি করা হয়।