পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
পাইলটের মৃত্যুর ঘটনায় গালফ এয়ারের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ
বাহরাইনের জাতীয় পতাকাবাহী গালফ এয়ারের কান্ট্রি ম্যানেজারের বিরুদ্ধে বাংলাদেশে উড্ডয়নের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া এক পাইলটের মৃত্যুর তদন্তে বাধা সৃষ্টিকরার অভিযোগ উঠেছে।
২০২২ সালের ১৪ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতাল ও গালফ এয়ারের কথিত অবহেলার কারণে জর্ডান-আমেরিকান পাইলট ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দি মারা যান।
নিহত পাইলটের বোন মার্কিন নাগরিক তালা এলহেনডি জোসেফানো শনিবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, গালফ এয়ারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইশা শাহ তার ভাইয়ের মৃত্যুর তদন্তে বাধা দিচ্ছেন।
আরও পড়ুন: বিমানে পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী
ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তালা এলহেন্দি দাবি করেন, কান্ট্রি ম্যানেজার ইশা শাহ মামলার প্রধান সাক্ষী হলেও সহযোগিতা করছেন না, যা পিবিআই তদন্তের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।
প্রয়াত পাইলটের বোন জানিয়েছেন, মোহান্নাদ ইউসুফ হাসান আল হিন্দির অবহেলাজনিত মৃত্যুর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রমাণ আটকে রাখা এবং গালফ এয়ারের প্রধান সাক্ষীদের বক্তব্য আটকে দেওয়ার কারণে ন্যায়বিচার বিলম্বিত হয়েছে।
এই মামলায় ইশা শাহকে 'প্রধান সাক্ষী' উল্লেখ করে তালা আরও বলেন, তিনি জানতে পেরেছিলেন যে ঈসা শাহ ২৫ জুন একটি কোম্পানির অনুষ্ঠানে ঢাকায় উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ‘কিন্তু কেন তিনি পিবিআইয়ের সঙ্গে দেখা করতে পারেননি, জবানবন্দি দিতে পারেননি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাক্ষী হাজির করতে পারেননি তা এখনও স্পষ্ট নয়। ফলস্বরূপ, আমাদের পরিবার ন্যায়বিচারে বাধা দেওয়ার জন্য ইশা শাহ এবং গালফ এয়ারের বিরুদ্ধে নিজ দেশ জর্ডান ও আন্তর্জাতিক আদালতে জুরিসডিকসনে দেওয়ানি এবং ফৌজদারি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।’
বিবৃতিতে তিনি গুরুত্বপূর্ণ সাক্ষীদের পিবিআই তদন্তে সহযোগিতা করতে বাধা দিতে গালফ এয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
আরও পড়ুন: ড্রিমলাইনারে বিদেশি পাইলটদের 'লাইন ট্রেনিং' দিচ্ছে বিমান
তালা আরও বলেন, ‘এই ইচ্ছাকৃত অসহযোগিতা ছাড়াও তারা গণমাধ্যমে মিথ্যা বিবৃতিও দিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পুনরায় ফ্লাইট চালুর জন্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে গালফ এয়ার। এছাড়া তারা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) অডিট সদ্য শেষ করেছে।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে গালফ এয়ার আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তাদের ভাবমূর্তি নষ্ট করার ঝুঁকি নিতে চাচ্ছে না। জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা আনুষ্ঠানিকভাবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) কাছে গালফ এয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’
তালা বলেন, এই বিশেষ নিয়ন্ত্রক সংস্থাগুলো বিশ্বব্যাপী বিমান চলাচলের মান ও কার্যক্রম তত্ত্বাবধান করে। আমাদের উদ্দেশ্য হলো এফএএ ও আইএটিএকে গালফ এয়ারের কথিত অব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করা, যা আমার পাইলট ভাইয়ের মৃত্যুর প্রধান কারণ।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নিয়ন্ত্রক সংস্থাগুলো এই গুরুতর অভিযোগগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে।’
আরও পড়ুন: বিমানে পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ
৫৭৪ দিন আগে
চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়ার্লেসের চিকেন ফার্ম এলাকা থেকে ২১ মার্চ স্কুলে যাওয়ার সময় অপহৃত ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই'র পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা জানান, মঙ্গলবার দিবাগত রাতে একটি পুকুর থেকে আবিদা সুলতানা আয়নীর লাশ উদ্ধার করা হয়েছে।
এ মামলার প্রধান সন্দেহভাজন রুবেলকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে আবিদার লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, আজ (বুধবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ওই দিন চতুর্থ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। কাজীর দীঘির সাগরিকা রোড এলাকায় পৌঁছলে স্থানীয় সবজি বিক্রেতা রুবেল তাকে বিড়াল ছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। যা সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে বিড়ালের ছানা দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
৭৩২ দিন আগে
শাহিন উদ্দিন হত্যা মামলা: পিবিআইকে ২০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
রাজধানীর পল্লবী এলাকায় ব্যবসায়ী শাহিন উদ্দিন হত্যা মামলার পুনঃতদন্তের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন ঢাকার একটি আদালত।
পিবিআই মঙ্গলবার প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম মো. তরিকুল ইসলাম এ আদেশ দেন।
১২ মে শাহিন উদ্দিনের মায়ের অনাস্থার আবেদন গ্রহন করে মামলাটি পুনঃতদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এমএ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
চার্জশিভূক্ত অন্য আসামিরা হলেন- সুমন ব্যাপারী, টিটু, কিবরিয়া, মুরাদ হোসেন, আবু তাহের, ইব্রাহিম সুমন, রকি তালুকদার, শফিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুন অর রশীদ, তারিকুল ইসলাম, নুর মোহাম্মদ, হাসান ও ইকবাল হোসেন।
আরও পড়ুন: ফরিদপুরে হত্যা মামলা: ৫ জনের যাবজ্জীবন ও অর্থদণ্ড
এদের মধ্যে শফিকুল ও ইব্রাহিম সুমন পলাতক এবং আউয়ালসহ বাকি ১৩ আসামি এখন কারাগারে আছেন।
গত বছরের ১৬ মে পল্লবীতে ছয় বছরের ছেলে মাশরাফির সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহিন উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন শাহিন উদ্দিনের মা আকলিমা বেগম বাদী হয়ে পল্লবী থানায় আউয়ালসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
একই বছরের ২০ মে ভৈরব থেকে আউয়ালকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এরপর আউয়াল নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে তা নাকচ হয়ে যায়।
আরও পড়ুন: রাজধানীতে স্কুলছাত্র হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
৮৬৬ দিন আগে
পাবনায় হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি
পাবানায় চলন্ত ট্রাক থেকে মহিষের মালিক জাহাঙ্গীরকে হত্যার দায় স্বীকার করে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে।
আসামি মো. ইবাদ শেখ (৩২) জেলার আমিনপুর থানার মোবারকপুর গ্রামের মৃত-ইসমাইল শেখের ছেলে, পেশায় ট্রাক চালক।
রবিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: কার্টুনিস্ট কিশোরের মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিলো আদালত
এতে বলা হয়, পুলিশ পরিদর্শক মো. আসাদউজ্জামানের নেতৃত্বে গঠিত একটি চৌকিস টিম আগে গ্রেপ্তার অন্য আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার দুই বছর পর ঘটনার সাথে জড়িত অন্যতম পলাতক আসামি ট্রাক চালক ইবাদ শেখকে গ্রেপ্তার করে। গত ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর আসামি ইবাদ শেখকে জিজ্ঞাসাবাদে তিনি জানায়, ২০১৯ সালে ৬ অক্টোবর ঘটনার দিন আসামি ইবাদ শেখসহ নাটোর ও পাবনা জেলার আট জন দুস্কৃতিকারী ডাকাত পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত হয়ে রাজশাহী সিটিহাট থেকে ট্রাকে করে মহিষ নাটোরে পৌঁছে দেয়ার জন্য ভাড়া ঠিক করে। এরপর তারা উক্ত স্থানে যাওয়ার পথে ট্রাকে থাকা মহিষ মালিক জান মোহাম্মদ ও তার ছেলে সেলিমকে মারধর করে হাত পা বেধে নাটোর জেলার আগড়ান বাজারের কাছে চলন্ত ট্রাক থেকে ফেলে দেয়। পরবর্তীতে জান মোহাম্মদের অপর ছেলে জাহাঙ্গীর হোসেনকে পাবনা জেলার দাশুরিয়া মোড় পার হয়ে মেসার্স এইচকে রাইস মিলের সামনে দাশুরিয়া পাবনা মহাসড়কের উত্তর পাশে মারধরে করে হত্যার পর হাত-পা-মুখ বেঁধে চলন্ত ট্রাক হতে রাস্তার পাশে ফেলে দিয়ে দুটি মহিষ ছিনতাই করে নিয়ে যায়।
আরও পড়ুন: কুমিল্লার যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলার তদন্তে পিবিআই
পিবিআই জানায়, পরে জান মোহাম্মদ ও তার ছেলে সেলিমকে বনপাড়া সিরাজগঞ্জ হাইওয়ে সড়কস্থ আগড়ান বাজারের রাস্তার পাশে হাত পা বাধা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ। তাদের কাছ থেকে জানতে পারেন যে, ট্রাকে থাকা ডাকাতরা তাদেরকে হাত পা বেঁধে মারধর করে ট্রাক থেকে রাস্তায় ফেলে দিয়ে মহিষসহ জাহাঙ্গীরকে নিয়ে চলে যায়। পরে এই ঘটনায় থানায় একটি ডাকাতিসহ হত্যা মামলা হয়।
১২৪৬ দিন আগে
অপহরণের ১ বছর পর এনজিও কর্মকর্তার লাশের সন্ধান
বন্যপ্রাণী তক্ষক বিক্রির লোভ দেখিয়ে ঢাকার এনজিও কর্মকর্তা হেলাল উদ্দিনকে চট্টগ্রামে ফটিকছড়িতে এনে অপহরণের এক বছর পর তার লাশের সন্ধান মিলেছে।
১৫৯২ দিন আগে
বাগেরহাটে শিশু রিফাত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
বাগেরহাটের চিতলমারীতে পাঁচ বছরের শিশু রিফাত তালকুদার হত্যা মালায় পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১৮৬০ দিন আগে
সালমান শাহ আত্মহত্যা করেছেন: পিবিআই
জনপ্রিয় অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে সোমবার চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১৮৬১ দিন আগে