জমকালো আয়োজনে মধ্যে দিয়ে সঙ্গীতের বড় আসর ‘ঢাকা রক ফেস্ট ২.০’ শেষ হয়েছে। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনের নবরাত্রি হলে বৃহস্পতিবার এই উৎসবের ইতিটানা হলো। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে কনসার্টটির পৃষ্ঠপোষকতা করে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড।
এতে অংশ নেয় ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, আফটার্মাথ, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রহ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড, ক্যালিপসো।
করোনার প্রকোপ কাটিয়ে বহুদিন পর শহরে আবারও কনসার্ট উৎসব। সেই ধারাবাহিকতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) বসল ব্যান্ডের মিলন মেলা। পুরো নবরাত্রি হল প্রতি কানায় কানায় দর্শকপূর্ণ ছিল। যাদের করতালিতে মুখর ছিল কনসার্ট প্রাঙ্গন।
আরও পড়ুন: লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
দিনব্যাপী আয়োজিত ‘ঢাকা রক ফেস্ট ২.০’ কনসার্টের গেট খোলা হয় সকাল ১০টায়। স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে দেশাত্মবোধক গান দিয়ে ‘আরেকটা রক ব্যান্ড’ তাদের পারফর্মেন্স শুরু করে। এরপর তাদের জনপ্রিয় আরও দুটি গান করে ব্যান্ডটি।
কনসার্ট শুরুর প্রথম ভাগে দর্শক সংখ্যা অনেকটা কম ছিল। তবে বিকাল গড়ানোর সঙ্গে ধীরে ধীরে তা বাড়তে শুরু করে। ‘আরেকটা রক ব্যান্ড’ স্টেজ ছাড়ার পর দর্শক মাতাতে হাজির হয় ব্যান্ড ‘দি ট্রি’। এর পর একে একে মঞ্চে উঠে আফটার ম্যাথ, কনক্লুশন, ক্যালিপসো, ব্রহ্মপুত্র, সার্পনেল ম্যাথোড, সাবকনসাস, ইনদালো, ক্রিপ্টিকফেট।
‘ক্রিপ্টিকফেট’এর পর মঞ্চে উঠে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’। আর এই সময়ের জন্য তাদের ভক্তদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। প্রায় চার বছর পর স্টেজ পারফর্মেন্স করল ব্যান্ডটি। শুরুতে বেজবাবা সুমনের কণ্ঠে শোনা যায় ‘চাইতে পারো’। আর শুরু হয়ে যায় দর্শক উন্মাদনা। এতদিন পর প্রিয় ব্যান্ডের উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে।
আরও পড়ুন: সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ২৪ ডিসেম্বর
‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর এবারের আয়োজন শেষ ‘ওয়ারফেজ’এর পারফর্মেন্স দিয়ে। ব্যান্ডটি শুরু করে তাদের ব্যাপক জনপ্রিয় গান ‘প্রতীক্ষা’ দিয়ে। এর পর একে একে আরও কয়েকটি গান দিয়ে আয়োজনের শেষ পর্যন্ত মাতিয়ে রাখে তারা।
কনসার্টের লাইভ-স্ট্রিম পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় বিনোদন অ্যাপ টফি, পেমেন্ট পার্টনার বিকাশ, হেলথ কেয়ার পার্টনার প্রাভা হেলথ, পিআর পার্টনার মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ, টিকেটিং পার্টনার গেট সেট রক ব্রডকাস্টিং পার্টনার ঢাকা লাইভ।