বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) খুলনাঞ্চল ও সংশ্লিষ্ট মিল সূত্র জানায়, ৯ পাটকলে এক হাজার ১৮৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে ৪১৪ জন কর্মকর্তা ও ৭৭৩ জন কর্মচারী।
সূত্র আরও জানায়, আলিম জুট মিলে ১৭ কর্মকর্তা ও ২০ কর্মচারীর চার মাসের বেতন বাবদ ১ কোটি ৩ লাখ ৬৮ হাজার টাকা, ক্রিসেন্ট জুট মিলে ৮৬ কর্মকর্তা ও ১৬৩ কর্মচারীর চার মাসের বেতন বাবদ ৩ কোটি ৮০ লাখ টাকা এবং দৌলতপুর জুট মিলে ২২ কর্মকর্তা ও ৫২ কর্মচারীর তিন মাসের বেতন বাবদ ৬৮ লাখ ৮৫ হাজার টাকা বকেয়া রয়েছে।
খালিশপুর জুট মিলে ৭৫ কর্মকর্তা ও ১৬০ কর্মচারীর তিন মাসের বেতন ১ কোটি ৮০ টাকা, প্লাটিনাম জুবিলি জুট মিলে ৬৫ কর্মকর্তা ও ১৩১ কর্মচারীর চার মাসের বেতন ৩ কোটি টাকা এবং ইস্টার্ন জুট মিলে ৩২ জন কর্মকর্তা ও ৭১ জন কর্মচারীর চার মাসের বেতন ১ কোটি ৬০ লাখ ৬৮ হাজার টাকা বকেয়া আছে।
স্টার জুট মিলে ৫৬ কর্মকর্তা ও ৯১ কর্মচারীর চার মাসের বেতন ১ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা, কার্পেটিং জুট মিলে ২০ কর্মকর্তা ও ৫২ কর্মচারীর তিন মাসের বেতন ৬৬ লাখ টাকা এবং জেজেআই মিলে ৪১ কর্মকর্তা ও ৯৮ কর্মচারীর চার মাসের বেতন বাবদ ১ কোটি ৪৪ লাখ টাকা বকেয়া রয়েছে।
আলিম জুট মিলের প্রকল্প প্রধান মো. খলিলুর রহমান বলেন, ‘গত চার মাস ধরে আমাদের মিলের ৩৭ কর্মকর্তা-কর্মচারী বেতন পাচ্ছেন না। আরও একটি মাস শুরু হয়েছে, এখনো বেতন পাইনি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মিলের শ্রমিকদের মতোই মানবেতর জীবনযাপন করছি। টাকার অভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছি না।’
ইস্টার্ন জুট মিলের প্রকল্প প্রধান ড. মাহবুবুর রহমান জুলফিকার বলেন, ‘গত চার মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। এ মাসেও বেতন পাব কিনা জানি না।’
এদিকে, খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে প্রায় ৩২৫ কোটি টাকার পাটজাত রপ্তানি পণ্য অবিক্রিত অবস্থায় মজুদ রয়েছে। বাংলাদেশের পাটজাত পণ্যের মূল বাজার সুদান, ঘানা, সিরিয়া, ইরান ও ভারত। কিন্তু প্রায় এক বছর ধরে এসব দেশে পণ্য বিক্রি বন্ধ রয়েছে। ফলে মিলগুলো আর্থিক সংকটে পড়েছে।
বিজেএমসি খুলনাঞ্চলের সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন বলেন, ৯ পাটকলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। ফলে শ্রমিকদের মতো তাদের মধ্যেও হতাশা বিরাজ করছে।
তিনি জানান, বিদেশে পাটপণ্য বিক্রি না হওয়ায় মিলগুলোতে আর্থিক সংকট তৈরি হয়েছে। এ সংকট সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১১ সপ্তাহের বকেয়া মজুরি আদায়সহ ৯ দফা দাবিতে সংশ্লিষ্ট পাটকলগুলোর শ্রমিকরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।