২০০১ সালের জুলাই মাসে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকান্দী গ্রামের নিকট চকচকিয়া রেল ব্রিজের ওপর ও রেল লাইনের পশ্চিম ও পূর্ব পাশে একই রাতে দুর্বৃত্তরা কিশোর ও যুবকসহ তিনজনকে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
ঘটনার পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে পৃথক স্থানে তিন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত ওই তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে বগুড়া আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করে।
ওই ঘটনার দীর্ঘ প্রায় ১৯ বছর পেরিয়ে গেলেও আজও ওই হত্যাকাণ্ডের রহস্য অজানাই রয়ে গেছে। নিহতদের পরিচয়ও জানাতে পারেনি পুলিশ। এমনকি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকেও শনাক্ত করা যায়নি।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, জমিজমা কিংবা পূর্ব শত্রুতার জের ধরে ভাড়াটিয়া দুর্বৃত্তরা দূরের কোনো এলাকা থেকে ওই তিনজনকে ট্রেনে করে নিয়ে এসে ভেলুরপাড়া স্টেশনের কাছে নিশৃংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মাসউদ চৌধুরী বলেন, ‘বিষয়টি ১৯ বছর পুরনো। এ বিষয়ে আমার জানার কথা নয়।’