কাবুলে আত্মঘাতী হামলার পর আফগানিস্তানে শনিবার ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার পর সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা আফগানিস্তানে আইএস সদস্যদের হত্যার জন্য ড্রোন হামলা চালিয়ে।
আরও পড়ুন: হামলার পর কাবুল বিমানবন্দর থেকে উদ্ধারের কাজ ফের শুরু
বৃহস্পতিবার কাবুল বিমান বন্দরের বাইরে জোড়া আত্মঘাতী হামলায় মার্কিন সেনাসহ শতাধিক মানুষ নিহত হওয়ার পর হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, আইএস আবারও হামলা চালাতে পারে। কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা উদ্ধারের কাজ প্রায় শেষের দিকে।
এদিকে মঙ্গলবারের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন জো বাইডেন।
আরও পড়ুন: কাবুলে জোড়া আত্মঘাতী হামলা: মার্কিন সেনাসহ নিহত ৭২
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, বাইডেন ড্রোন হামলার অনুমোদন দিয়েছিলেন এবং এটি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের নির্দেশে করা হয়েছে ।
কাবুল হামলায় ১৩ মার্কিন সেনা নিহতের ৪৮ ঘণ্টার মধ্যে আফগানিস্তানের বাইরে থেকে ড্রোন হামলাটি চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড থেকে বলা হচ্ছে এই ড্রোন হামলায় বেসামরিক কোনো ব্যক্তি নিহত হয়নি।
আরও পড়ুন: কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই