জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি বুধবার ইউক্রেনে পৌঁছেছেন।
গুতেরেস টুইট করেছেন, ‘মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি।’
তিনি বলেন, জাতিসংঘ মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাবে এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া তিনি এই শত্রুতা শেষ করার আহ্বান জানান।
আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কির সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব
‘এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে, ইউক্রেন, রাশিয়া ও বিশ্বের স্বার্থে ততই ভালো হবে’বলেন জাতিসংঘের মহাসচিব।
গত ২৬ এপ্রিল গুতেরেস মস্কো সফর করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন।