রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকটের মধ্যে ইউক্রেনের কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। এছাড়া ইউক্রেনও রাশিয়ায় অবস্থান করা নিজ দেশের নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের নির্দেশনা দিয়েছে।
রাশিয়া ইউক্রেনের কূটনৈতিক পদ থেকে কর্মকর্তা প্রত্যাহার শুরু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকির কথা বলে ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নেয়ার পরিকল্পনা ঘোষণার একদিন পর এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
কয়েক সপ্তাহ শান্তি প্রচেষ্টা নিলেও কিয়েভ কর্তৃপক্ষও ক্রমবর্ধমান উদ্বেগের ইঙ্গিত দিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং সেখানে অবস্থান করা নাগরিকদের দ্রুত রাশিয়া ত্যাগের সুপারিশ করেছে।
আরও পড়ুন: দুই অঞ্চলকে স্বীকৃতি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ প্রধান
রাশিয়া ও ইউক্রেনের চলমান সংকটের মধ্যে পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় মস্কো। এছাড়া এর কয়েক ঘণ্টা পর সেখানে সৈন্য মোতায়েনের নির্দেশও দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় রাশিয়ার উদ্যোগের সমালোচনা করে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেন। একই সঙ্গে আঞ্চলিক অখণ্ডতা এবং মস্কোর এই পদক্ষেপ ‘শান্তিরক্ষার ধারণার বিকৃতি’ ঘটেছে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপ