ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার বিভিন্ন এলাকায় ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত এবং ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল বোর্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিএনপিবি)।
সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, শুক্রবার ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পের কারণে পাঁচ হাজারের অধিক মানুষকে অস্থায়ীভাবে পশ্চিম পাসামান জেলার ৩৫টি অপসারণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত এলাকায় বিভিন্ন উদ্ধারকারী সংস্থা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রেখেছেন।
প্রথমে ভূমিকম্পটিকে ছয় দশমিক দুই মাত্রার বলা হলেও পরবর্তীতে এটি সংশোধিত হয়। এ ঘটনায় কয়েক ডজন ভবন ও এক হাজারের অধিক বাড়ি ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত