কোভিড-১৯ মহামারিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরানে রবিবার নতুন করে ২ হাজার ৫৬০ জন রোগী শনাক্ত হয়েছেন এবং এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জনে।
এছাড়া দেশটিতে করোনায় নতুন করে আরও ১৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭১ জন।
প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখেরও বেশি মানুষ। তবে এখনও গুরুতর অবস্থায় রয়েছেন ৩ হাজার ১৬৮ জন।
এদিকে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ৩ হাজার ৫৮০ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৫০৯ জনে।
আরও পড়ুন: করোনা: ভারতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
এছাড়া, অন্যান্য দেশের মধ্যে এ পর্যন্ত তুরস্কে ২ লাখ ৫ হাজার ৭৫৮ জন, কাতারে ৯৯ হাজার ৭৯৯ জন, মিশরে ৭৫ হাজার ২৫৩ জন, ইরাকে ৬০ হাজার ৪৭৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫১ হাজার ৫৪০ জন, কুয়েতে ৪৯ হাজার ১৭৮ জন, ওমানে ৪৬ হাজার ১৭৮ জন এবং সিরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন।