এর আগে, গত তিন দিন আক্রান্তের সংখ্যা হ্রাস পেলেও নতুন করে আরও ২ হাজার ৪৮ জন আক্রান্ত হয়েছেন। তবে নতুন করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্ত ১০ হাজার ৮৪৪ জন সুস্থ্য হয়ে উঠেছেন এবং তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে চীনের পাশাপাশি অন্যান্য দেশেও করোনাভাইরাস সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন: করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রবিবার তাইওয়ানে একজনের মৃত্যু হয়েছে। এটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে পঞ্চম মৃত্যুর ঘটনা।
তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে দেশটির সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, ৬০ বছর বয়স্ক মারা যাওয়া ওই ব্যক্তি সম্প্রতি বিদেশ সফর করেননি এবং নতুন ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সাথেও তার যোগাযোগ ছিল না।
এছাড়া, জাপানে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত মোট ৪১৩ জন রোগী শনাক্ত করা হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী প্রায় ৬৯ হাজার মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।