বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৬৪ লাখ ৫ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একই সময়ে মোট মৃতের সংখ্যা ৪০ লাখ ২৪ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩৪১ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৫২০ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৪৭৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৭ হাজার ১৩৫ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৯৩ জনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫০৪ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় একদিনে ১৪ মৃত্যু, শনাক্ত ৭০৯
এদিকে ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লাখ ৯৫ হাজার ৭১৪ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ১৪৫ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা আক্রান্ত হয়ে টানা কয়েকদিন সর্বোচ্চ মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা কিছুটা কমেছে। এ সময়ে করোনায় মারা গেছেন ১৮৫ জন এবং শনাক্ত হয়েছেন আরও ৮ হাজার ৭৭২ জন।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, শনিবার সকাল পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬০ শতাংশ।
নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,১৮৯ জনে এবং এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় শনাক্তের হার শতকরা ৩১.৪৬ শতাংশ যা শুক্রবার ছিল ৩১.৬২ শতাংশ। এছাড়া এ পর্যন্ত দেশে সুস্থতার হার ৮৬. ০১শতাংশ।
আরও পড়ুন: রামেকের করোনা ইউনিটে আরও ১৯ মৃত্যু