রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। বাকি দুজন করোনা নেগেটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুন: রাজশাহীতে করোনা সার্টিফিকেট প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেপ্তার
এর মধ্যে রাজশাহীতে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। আর নাটোরে একজন করোনা ও উপসর্গ নিয়ে ৩ জন আর নেগেটিভ নিয়ে দুজনের মৃত্যু হয়। নওগাঁ একজন করোনা ও একজন উপসর্গে মারা গেছেন। কুষ্টিয়ায় করোনায় একজন মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪৯৫টি নমুনা পরীক্ষায় ১২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫ শতাংশ। রাজশাহী জেলায় মোট করোনা শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫১৮ জন।