অবশেষে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে।—খবর এপির।
তবে কানাডার তেল ও জ্বালানি পণ্য এই শুল্কের আওতায় পড়বে না বলে জানানো হয়েছে। এসব পণ্যের ক্ষেত্রে ১০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে। এছাড়া, গতমাসে চীনা পণ্যে আরোপিত ১০ শতাংশ শুল্ক দ্বিগুণ করার আদেশও একই সঙ্গে কার্যকর হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের আরোপিত শুল্কের জবাবে ২১ দিনের মধ্যে ১০০ বিলিয়নেরও বেশি মার্কিন পণ্যে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে মেক্সিকো তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানায়নি।
ট্রাম্পের অতিরিক্ত শুল্কারোপের জবাবে যুক্তরাষ্ট্রের পোল্ট্রি পণ্যে অতিরিক্ত ১৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। আজ (মঙ্গলবার) দেশটির বাণিজ্য মন্ত্রী জানিয়েছে, আগামী ১০ মার্চ থেকে এই শুল্ক কার্যকর হবে।
আরও পড়ুন: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্কারোপ করতে যাচ্ছেন ট্রাম্প
এদিকে, চীনের পার্লামেন্টের মুখপাত্র লু কুয়ানজিয়ান এক সংবাদ সম্মেলনে জানান, এই বাণিজ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।
ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে বানিজ্যযুদ্ধ উসকে দেওয়ার পাশাপাশি মূল্যস্ফিতিও বাড়াবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদরা ট্রাম্পকে এ বিষয়ে সতর্ক করলেও তা পাত্তা দেননি তিনি। শুল্ক আরোপ করেই তিনি আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করে তুলবেন বলে তার ধারণা। তবে খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিশেষজ্ঞরাই মনে করেন এতে সমস্যা কমার বদলে আরও বাড়বে।
এর আগে গতমাসের শুরুতে দেশ দুটির ওপর কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল ১ মার্চ। পরবর্তীতে ৩০ দিনের জন্য ওই আদেশ স্থগিত করা হয়।