ফাইজার এবং মডার্নার করোনা ভ্যাকসিন মানবদেহে ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হওয়ার পর অক্সফোর্ডের এ তথ্য একইসাথে জয় এবং হতাশার। খবর: বিবিসি’র।
তবে অক্সফোর্ডের ভ্যাকসিনটি তুলনামূলক সাশ্রয়ী ও সংরক্ষণ করা সহজ এবং অন্য দুটি ভ্যাকসিনের চেয়ে এটি বিশ্বের যেকোনো স্থানে পরিবহন করাও সহজতর।
সুতরাং বিভিন্ন দিক বিবেচনায় ভ্যাকসিনটি মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা এটির অনুমোদন দেয়।
এছাড়া সংশ্লিষ্ট সংস্থার তথ্যমতে, এই ভ্যাকসিনের ডোজ ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা বাড়াতে পারে।
অক্সফোর্ড গবেষকরা প্রায় দশ মাসে একটি ভ্যাকসিন তৈরি করেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় যেটি তৈরি করতে এক দশক বা এর বেশি সময় প্রয়োজন হয়।
আরও পড়ুন: ফাইজারের কোভিড ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর
অক্সফোর্ডের বিজ্ঞানী অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, ‘আজকের ঘোষণাটি আমাদের সেই সময়ের আরও এক ধাপ কাছে নিয়ে গিয়েছে যখন আমরা কোভিড-১৯ সৃষ্ট ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে ভ্যাকসিনের ব্যবহার করতে পারি।’
যুক্তরাজ্য সরকার অক্সফোর্ড ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ প্রি-অর্ডার করেছে, যা পাঁচ কোটি মানুষকে টিকা দেয়ার জন্য যথেষ্ট।
ট্রায়ালে যা প্রমাণিত হলো
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনের এই ট্রায়ালে ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক জড়িত ছিলেন, যাদের অর্ধেক যুক্তরাজ্যে এবং বাকীরা ছিলেন ব্রাজিলের।
কোভিড আক্রান্ত ৩০ জনকে ভ্যাকসিনের দুটি ডোজ এবং ১০১ জনকে ডামি ইনজেকশন দেয়া হয়।
ট্রায়ালের চূড়ান্ত ফলাফলে গবেষকরা জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা এই করোনা ভ্যাকসিন মানব শরীরে ৯০ শতাংশ কার্যকরী। একটি ডোজ প্রয়োগে এটি শরীরে ৯০ শতাংশ পর্যন্ত এবং অন্য একটিতে ৬২ শতাংশ কার্যকার। ফলে গড়ে এই ভ্যাকসিনের কার্যকারিতা ৭০ শতাংশ।
এর আগে, করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান ভ্যাকসিন গবেষণার অন্তর্বর্তীকালীন ফলাফল বিশ্লেষণ করে নিজেদের তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার।
তাদের মতে, ভ্যাকসিনটি করোনায় আক্রান্ত বয়স্ক মানুষদের মৃত্যুর ঝুঁকি থেকে সবচেয়ে বেশি রক্ষা করতে সক্ষম।
ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমতি পেতে শিগগিরই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আবেদনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নেয়ার ঘোষণা দেয়ার এক সপ্তাহ পরই নতুন এ তথ্য জানায় ফাইজার।
আরও পড়ুন: ফাইজারের পর আশা দেখাচ্ছে মর্ডানার করোনা ভ্যাকসিন
এছাড়া কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের আরেক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মর্ডানার পরীক্ষাধীন করোনা ভ্যাকসিন কার্যকর বলে চলতি মাসে দ্বিতীয়বারের মতো দাবি করেছে সংস্থাটি।
মর্ডানার দাবি, করোনাভাইরাসের বিরুদ্ধে তাদের পরীক্ষাধীন ভ্যাকসিনটি ৯৪.৫ শতাংশ কার্যকর।