মার্কিন আইনপ্রণেতা ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পাল্টা জবাবে চীনের মিসাইল নিক্ষেপের প্রভাবে তাইওয়ান এয়ারলাইনস বৃহস্পতিবার তাদের একাধিক ফ্লাইট বাতিল করেছে।
হংকংয়ের সংবাদপত্র দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট এই মহড়াকে ‘কার্যকর তাইওয়ান অবরোধ’ বলে অভিহিত করেছে।
মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার চীনের সতর্কতাকে অস্বীকার করে একদিনের সফরে আসার পরে বেইজিং ‘লাইভ-ফায়ার অনুশীলন’ ঘোষণা করেছে। এছাড়াও দেশটি মাছ, ফল ও কুকিজসহ তাইওয়ানের কয়েকশ’ ধরনের খাদ্য সামগ্রী আমদানি নিষিদ্ধ করেছে।
গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে বিভক্ত হওয়ার পর থেকে দুই পক্ষের (চীন ও তাইওয়ান) কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই; তবে এই দুই পক্ষের মধ্যে বিশ্বের অন্যতম ব্যস্ত প্রযুক্তি ও উৎপাদন সম্পর্ক রয়েছে।
চায়না টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার তাইওয়ানে যাতায়াতকারী কমপক্ষে ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
খবরে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের তাওয়ুয়ান বিমানবন্দরকে উদ্ধৃত করে বলেছে, ‘তার মানে এই নয় যে’ সবগুলো ফ্লাইট সামরিক মহড়ার জন্যই বাতিল করা হয়েছে।
তবে, বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধাক্কা দেয়ার মতো সম্ভাব্য কোনো প্রভাবের ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: তাইওয়ানের পর দ. কোরিয়া গেলেন পেলোসি
তাইওয়ান বিশ্বের স্মার্টফোন, অটো, ট্যাবলেট কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্সে ব্যবহৃত অর্ধেকেরও বেশি প্রসেসর চিপ তৈরি করে।
এসএন্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স-এর রাজীব বিশ্বাস একটি ই-মেইলে বলেছেন, যে কোনও বড় আঘাত ‘বিশ্বব্যাপী শিল্পে শকওয়েভ তৈরি করবে।’
তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কো-সাই বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, কিছু ফ্লাইট হংকং দিয়ে যাতায়াত করবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার তাইওয়ানের ওপর চাপপ্রয়োগ এবং দেশটির সরকারকে ক্রমাগত ভয় দেখানোর জন্য দ্বীপদেশটির চারপাশে ফাইটার প্লেন ও বোমারু বিমান মোতায়েন রাখে।
এরপরেও দুই দেশের মধ্যে ব্যবসা ক্রমবর্ধমান। গত বছর দ্বিমুখী বাণিজ্য ২৬ শতাংশ বেড়ে ৩২৮ দশমিক তিন বিলিয়ন ডলার হয়েছে।
তাইওয়ান বলেছে, গত বছরে চীনা কারখানাগুলোতে চিপ বিক্রি ২৪ দশমিক চার শতাংশ বেড়ে ১০৪ দশমিক তিন বিলিয়ন ডলার হয়েছে।
আরও পড়ুন: তাইওয়ান ছাড়লেন ন্যান্সি পেলোসি