তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার আগে অফিসের শেষ দিনগুলোতে ট্রাম্প যাতে পারমাণবিক যুদ্ধে বাঁধিয়ে দেয়া বা অন্য কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়ে অশান্তি আর বাড়তে না পারেন সে জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ ও সিদ্ধান্তের দাবি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে কংগ্রেসের অধিবেশন চলাকালে গত বুধবার ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে পাঁচজন নিহত হন। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট যখন তার চূড়ান্ত কাজগুলো শেষ করার মুহূর্তে উপস্থিত হয়েছেন তখন দেশের ইতিহাসে কলঙ্কজনক এ ঘটনা সংকট আরও বড়াচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সংঘর্ষ: ট্রাম্পের টুইটার, ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট বন্ধ
ট্রাম্প বিদায়ের নির্ধারিত সময়ের আগে আরও দুই সপ্তাহেরও কম সময় পাচ্ছেন। তবে, ডেমোক্র্যাটরা তাকে এখনই বিতাড়িত করতে চান। যদিও কংগ্রেসে ট্রাম্পের পক্ষে কথা বলার জন্য তার দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন নেতা রয়েছেন।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার এক সম্মেলনে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের পদক্ষেপ নিতে হবে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪
আর আলাস্কার একজন ক্ষমতাধর রিপাবলিকান নেতা সেন লিসা মুরকোভস্কি অ্যাঙ্করেজ ডেইলি নিউজকে জানিয়েছেন, ‘ট্রাম্পের নিজ থেকেই বেরিয়ে যাওয়া দরকার।’
সহযোগী, শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা এবং মন্ত্রিপরিষদের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ছেড়ে গেলেও হোয়াইট হাউসে তার গেড়ে বসে থাকার শেষ দিনগুলো বিশৃঙ্খলার দিকে মোড় নিয়েছে। গত নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করলেও এখন আগামী ২০ জানুয়ারি ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কাছে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে তিনি নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ না দেয়ার ঘোষণাও দিয়েছেন।
আরও পড়ুন: বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিল মার্কিন কংগ্রেস
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পরে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টকে দুবার অভিসংশনের মুখোমুখি হতে হচ্ছে।
ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর কংগ্রেসে চার বছর ধরে অনেক নিয়ম ভেঙেছেন এবং দেশটির গণতন্ত্রকে কঠিন পরীক্ষায় ফেলার জন্য অনেক কিছু করেছেন। তাই ডেমোক্র্যাটরা শেষ সময়ে তাকে নতুন কিছু করার আর সুযোগ দিতে চান না।
আরও পড়ুন: সমর্থকদের ‘প্রশংসা’ করে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
গত বুধবার ক্যাপিটলে কংগ্রেসের অধিবেশন চলাকালে যে তাণ্ডব ঘটেছে তা বিশ্বকে হতবাক করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে ঐতিহ্য রয়েছে তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
পেলোসি বলেন, সামরিক বাহিনীকে অস্থিতিশীল করে তোলা বা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দিতে লঞ্চ কোডে প্রেসিডেন্টের যে ক্ষমতা আছে তা ব্যবহার থেকে ট্রাম্পকে বিরত রাখতে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি দেশটির জয়েন্ট চিফ’স অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলের সাথে আলোচনা করেছেন। মিলে এসব সুরক্ষার বিষয়ে তাকে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র চালুর আদেশ দেয়ার একক ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। তবে সেনা কমান্ডার যদি এ ক্ষমতা ব্যবহার অবৈধ বলে দৃঢ় সংকল্পবদ্ধ হন তবে সে আদেশটি প্রত্যাখ্যান করতে পারেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে পেলোসি বলেন, ‘এ রকম পরিস্থিতিতে প্রেসিডেন্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন।’
এদিকে, দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রতি নিজের মনোনিবেশের কথা জানিয়েছেন বাইডেন। অভিশংসনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কংগ্রেসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
আরও পড়ুন: সিনেটে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন বিচার থেকে অব্যাহতি
গত বুধবার ক্যাপিটলে কংগ্রেসের অধিবেশন চলাকালে সমর্থকরা যে তাণ্ডব চলিয়েছেন তার উসকানিদাতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করা হচ্ছে।
ট্রাম্পকে এর আগেও ২০১৯ সালে অভিসংশন করা হয়েছিল, যদিও ২০২০ সালের শুরুর দিকে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট তাকে সে অভিসংশন থেকে খালাস দিয়েছিল।