ক্ষমতা ছাড়ার পর প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এমন অভিযোগের মুখোমুখি হতে যাচ্ছেন।
রিপাবলিকানদের সাথে সমঝোতায় পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যায় এ সময়সূচি ঘোষণা করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।
বিদ্রোহে প্ররোচনা দেয়ার অভিযোগ খারিজে লড়াই করতে ট্রাম্পের আইনি টিমকে সংগঠিত হওয়ার এবং দোষ খণ্ডনে প্রস্তুতি নেয়ার সুযোগ দিতে বিচার প্রক্রিয়াটি পেছনে নেয়ার চেষ্টা করছিল রিপাবলিকানরা।
আরও পড়ুন: যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী বার্তায় ট্রাম্প
ট্রাম্পের ক্ষমতা ছাড়ার দিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল
অন্যদিকে, দেরি করে এ বিচার শুরুর ফলে সিনেট প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন নিশ্চিত করতে এবং তার প্রস্তাবিত ১.৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ পুনরুদ্ধার প্যাকেজটি বিবেচনা করার জন্য অধিক সময় পাবে। নয়ত নতুন হোয়াইট হাউজ প্রশাসনের শীর্ষ অগ্রাধিকারে থাকা এ প্যাকেজটি বিচার প্রক্রিয়ার সময় সিনেটে ঝুলে যেতে পারে।
ট্রাম্পপন্থী সমর্থকদের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দখল প্রসঙ্গে চাক শুমার বলেন, ‘আমাদের জাতির ইতিহাসের এই ভয়াবহ অধ্যায়টি আমরা সবাই পেছনে ফেলে আসতে চাই। তবে নিরাময় এবং ঐক্য কেবল তখনই আসবে যখন সত্যতা এবং জবাবদিহি থাকবে। এবং এই বিচার থেকে সেটাই পাওয়া যাবে।’
আরও পড়ুন: বাইডেনের অভিষেক: হামলার শঙ্কায় নজরদারিতে থাকবে ওয়াশিংটনে আগত সৈন্যরা
কয়েক লাখ অভিবাসীকে নাগরিকত্বের মর্যাদা দিতে যাচ্ছেন বাইডেন
অভিবাসীদের ৮ বছরের মাঝে নাগরিকত্ব দিতে বিল আনছেন বাইডেন
হাউজের স্পিকার ন্যান্সি পেলোসি অভিশংসন সংক্রান্ত নথি পাঠাবেন সোমবার। বিচারক হিসেবে থাকা সিনেটররা শপথ নেবেন মঙ্গলবার। তবে শুনানি শুরু হবে ফেব্রুয়ারিতে।
ট্রাম্পের অভিশংসন সংক্রান্ত বিচার প্রথমবারের মতো এমন কোনো মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে হতে যাচ্ছে যিনি আর ক্ষমতায় নেই। তাই এই উদ্যোগটিকে অর্থহীন এবং সম্ভাব্যভাবে এমনকি অসাংবিধানিক বলছেন সিনেটে থাকা ট্রাম্পের সঙ্গীরা।
দোষী সাব্যস্ত হলে ট্রাম্প ভবিষ্যতে যাতে আর কোনো সরকারি দায়িত্ব পালন করতে না পারেন সে জন্য ভোট দিতে পারে সিনেট।
এর আগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ট্রাম্প।
আরও পড়ুন: অস্থির সময়ে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি চিফের হঠাৎ পদত্যাগ
চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠানো এবং সেখানে বিচারপ্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি।
বিচার পূর্ববর্তী আত্মপক্ষ সমর্থন ও যুক্তি-তর্ক উপস্থাপনের ক্ষেত্রে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন ট্রাম্প।
এর আগে, ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১৯ সালে প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসন করা হয়। তবে সিনেটে রিপাবলিকাদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় সে যাত্রায় রক্ষা পান তিনি।