রবিবার বিকালের এ দুর্ঘটনায় দ্য পোইউমা এক্সেপ্রেস ট্রেনটি একটি বাঁক নিতে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। এসময় ট্রেনটিতে ৩৬০ জনের অধিক আরোহী ছিলেন।
হতাহতদের সন্ধানে সোমবারও অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারীরা।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বেঁচে যাওয়া যাত্রীরা তাইওয়ানের সরকারি বার্তা সংস্থাকে জানিয়েছেন, ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ার আগে চালক একাধিকবার জরুরি ব্রেক ব্যবহার করেছিলেন।
প্রথা অনুযায়ী নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, নিহতের বেশিরভাগেই প্রথম বগির যাত্রী ছিলেন। ট্রেনের মধ্যে এখনও কেউ আটকা পড়ে আছেন কিনা তা পরিষ্কারভাবে জানা যায়নি।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সোমবার সকালে দ্বীপ রাষ্ট্রটির উত্তরপূর্বঞ্চলে ইলান কাউন্টিতে দুর্ঘটনাস্থল পরিদর্শ করেছেন। তিনি জানান, তার সরকার কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছে।