সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপনের অনুষ্ঠানে বৃহস্পতিবার ‘খানিকটা অস্বস্তি’ অনুভব করায় রানি দ্বিতীয় এলিজাবেথ শুক্রবার নির্ধারিত থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে যোগ দেবেন না।
বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, অত্যন্ত অনিচ্ছার সঙ্গে জানানো যাচ্ছে সেন্ট পলস ক্যাথেড্রালের অনুষ্ঠানটি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রানির চলাফেরা করতে সমস্যা হয়েছে এবং অনেক পাবলিক ইভেন্টে যোগ দেয়া থেকে তিনি বিরত থেকেছেন।
তবে পরিকল্পনা অনুযায়ী ৭০ বছর উদযাপনের চার দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে তিনি বাকিংহাম প্যালেসের বারান্দা থেকে হাজার হাজার মানুষের শুভেচ্ছা গ্রহণ করেছেন। ১৭৬০ সাল থেকে হয়ে আসা বিশেষ কুচকাওয়াজ এবং ৯৬ বছর বয়সী রানির দেখা পেতে এদিন হাজারো মানুষ প্যালেসের সামনে ভিড় করেন। এছাড়া বৃহস্পতিবার রাতে উইন্ডসর ক্যাসেলে আনুষ্ঠানিক আলোকসজ্জা অনুষ্ঠানেও অংশ নিয়েছেন রানি এলিজাবেথ।
প্রসঙ্গত, করোনা শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্যের প্রথম বড় সমাবেশগুলোর মধ্যে এটি একটি। সাত দশক ধরে সিংহাসনে থেকে রেকর্ড করা রানী দ্বিতীয় এলিজাবেথ ২৫ বছর বয়সে সিংহাসনে বসেছিলেন।
আরও পড়ুন: রানী এলিজাবেথকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী