ভারতের বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকালের দিকে দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতীয় বিমান বাহিনী টুইটারে জানিয়েছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। তিনজন পাইলটের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত
এতে আরও বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়রের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বিমান বাহিনী দুর্ঘটনা কবলিত বিমানটির নাম জানায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে সুখোই-৩০ এবং মিরাজ-২০০০ যুদ্ধবিমান দুর্ঘটনা কবলিত হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত চিত্রগুলোতে বিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া এবং আগুনের শিখা দেখা গেছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আদর্শ কাটিয়ার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া নিউজ এজেন্সিকে জানিয়েছেন, দুই পাইলট নিরাপদে বের হতে পারলেও বিমানগুলো সংঘর্ষে পড়েছিল কিনা তা স্পষ্ট নয়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিমানবাহিনীকে সাহায্য করবে।
আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোসা নিহত