রাশিয়ার আগ্রাসনের মুখে প্রায় দেড় লাখের বেশি ইউক্রেনীয় প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) শনিবার জানিয়েছে, রাশিয়ার আগ্রাসনের পর অন্তত দেড় লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পোল্যান্ড ও অন্যান্য প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে। তাদের কেউ রাতের মধ্যে বহু মাইল হেঁটে, কেউ ট্রেন, গাড়ি বা বাসে করে দেশ ত্যাগ করেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র জং-আহ ঘেডিনি-উইলিয়ামস বলেছেন, ‘সংখ্যা এবং পরিস্থিতি মিনিটে মিনিটে পরিবর্তিত হচ্ছে। কমপক্ষে এক লাখ ৫০ হাজার মানুষ পালিয়ে গেছে। এছাড়া ইউক্রেনের ভেতরে অনেকে বাস্তুচ্যুত হয়েছে।
যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে ৪০ লাখ ইউক্রেনীয় নাগরিক পালিয়ে যেতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।
আরও পড়ুন: ইউক্রেনের তেলের ডিপোতে বিস্ফোরণ