নতুন এয়ার ফোর্স ওয়ান বিমান সরবরাহে বিলম্বের দিকে দৃষ্টি আকর্ষণ করতে একটি বোয়িং বিমান পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৫ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস এমন খবর দিয়েছে।
পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে পার্ক করে রাখা তেরো-বছর-পুরোনো একটি ব্যক্তিগত উড়োজাহাজ পরিদর্শন করেন ট্রাম্প। কাতারের রাজপরিবারের সাবেক এই বিমানটি বর্তমানে আইলস অব ম্যান নামের একটি কোম্পানি পরিচালনা করছে।
প্রেসিডেন্ট হেসেবে নিজের প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে একজোড়া ৭৪৭-৮ বিমানের জন্য বোয়িংয়ের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। কিন্তু এই বিমান পেতে এখনো কয়েক বছর অপেক্ষা করতে হবে মার্কিন প্রশাসনকে।
আরও পড়ুন: বাংলাদেশের চলমান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: ট্রাম্প
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ২০২৪ সালের ডিসেম্বর নাগাদ বিমান দুটো সরবরাহের জন্য তাগিদ দেওয়া হলেও অন্তত ২০২৭ সালের আগে পাওয়া যাবে না বলে জানিয়েছে বোয়িং।
হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং বলেন, ‘নতুন কলকব্জা ও প্রযুক্তি যাচাই করে দেখতে একটি নতুন বোয়িং বিমানে ভ্রমণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রতিশ্রুতি অনুসারে নতুন একটি এয়ার ফোর্স ওয়ান বিমান সরবরাহ করতে ব্যর্থতার বিষয়টিই এখানে ফুটে উঠেছে।’
শত শত কোটি মার্কিন ডলার লোকসানের কথা বলে নতুন এয়ার ফোর্স ওয়ান দিচ্ছে না বোয়িং। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, ২০২৪ সালে নতুন একটি এয়ার ফোর্স ওয়ান সরবরাহের কথা থাকলেও ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় আরেকটি সরবরাহের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সাল।
এই প্রকল্পের খরচ ও সরবরাহে সময়ক্ষেপণ নিয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে ট্রাম্পকে। ২০২০ সালে সামাজিকমাধ্যম এক্সে এক অনলাইন আলাপে টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে এই প্রকল্প থেকে ১০০ কোটি মার্কিন ডলার কাটছাঁট করতে সক্ষম হয়েছিলেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ট্রাম্প-পুতিন, বসবেন সৌদিতে
গেল মাসে বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ বলেন, এয়ার ফোর্স ওয়ান সরবরাহ ত্বরান্বিত করতে তাদের সহায়তা করছেন ইলন মাস্ক।
এছাড়া এয়ার ফোর্স ওয়ানের রঙ পরিবর্তন করে হালকা নীল থেকে গাঢ় নীল করতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এরআগে ট্রাম্পের এই ধারণা নাকচ করে দেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ এতে নতুন করে পরীক্ষা দরকার পড়ায় এয়ার ফোর্স ওয়ান সরবরাহে আরও বিলম্ব হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।