হোয়াইট হাউজে বৈচিত্র্যময় দল নিয়ে কাজ করতে বাইডেন যে প্রত্যাশার করা জানিয়েছিলেন তার প্রতিফলন দেখা গেল এ টিম গঠনের মধ্যে।
বাইডেন শিবিরের যোগাযোগবিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড বাইডেনের হোয়াইট হাউজে যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ডেমোক্র্যাটদের দীর্ঘ দিনের মুখপাত্র জেন প্যাসাকি হবেন বাইডেনের প্রেস সেক্রেটারি।
এ বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমেরিকান জনগণের সাথে প্রত্যক্ষ ও সততার সাথে যোগাযোগ করা প্রেসিডেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং হোয়াইট হাউজের সাথে আমেরিকান জনগণকে সংযুক্ত করার অসাধারণ দায়িত্ব এ টিমটির ওপর ন্যস্ত করা হবে।’
টিমের যোগ্য ও অভিজ্ঞ সদস্যরা তাদের কাজে বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি বয়ে আনবেন এবং দেশকে আরও উন্নত করে গড়তে অভিন্ন প্রতিশ্রুতি লালন করেন বলে জানান বাইডেন।
হোয়াইট হাউজে জনসংযোগ নিয়ে কাজ করতে যাওয়া শীর্ষ সাত পদের চারটিতে এসেছেন অ- শ্বেতাঙ্গ নারী। এবং এবারই প্রথমবারের মতো হোয়াইট হাউজে যোগাযোগবিষয়ক সিনিয়র টিমে সব সদস্য হিসেবে থাকছেন নারীরা।
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে নিজেই তার প্রেস সেক্রেটারির কাজ করেছেন এবং মিডিয়া থেকে প্রশ্ন নিয়েছেন। আবার প্রায়ই তিনি হোয়াইট হাউজে দায়িত্ব পাওয়া সাংবাদিকদের পুরোপুরি পাশ কাটিয়ে নিজের প্রিয় ফক্স নিউজের সাথে ফোনে কথা বলেছেন।