ভূমি জরিপ ও মানচিত্র, নগর ও পল্লী নির্মাণ অবকাঠামোগত জরিপ এবং পরিসংখ্যান অনুসন্ধানে কক্ষপথে জিওফেন-৭ নামে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন।
চীনের জাতীয় মহাকাশ সংস্থা সিএনএসএ দেশটির উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট সেন্টার থেকে বেলা ১১টা ২২ মিনিটে (বেইজিং সময়) মার্চ -৪বি রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করে।
সিএনএসএ জানায়, চীনের প্রথম বেসামরিক ব্যবহারেরর জন্য প্রেরণ করা জিওফেন-৭ স্যাটেলাইটটি অপটিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে ত্রি-মাত্রিক সমীক্ষা এবং চিত্রাঙ্কন স্যাটেলাইটটি যা সাব-মিটার পর্যায়ে পৌঁছাতে সক্ষম।
এর আগে, চীন ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে জিওফেন-১, জিওফেন-২, জিওফেন-৩, জিওফেন-৪, জিওফেন-৫ থেকে জিওফেন-৬ নামের ছয়টি বহুমাত্রিক স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে।