কৃষ্ণাঙ্গ নেতারা এ পদে প্রেসিডেন্টকে আফ্রিকান আমেরিকান একজনকে বাছাই করার জন্য উৎসাহিত করছেন। অন্যরা প্রথমবারের মতো প্রতিরক্ষা বিভাগের নেতৃত্বের জন্য একজন নারীকে নিয়োগের চাপ দিচ্ছেন।
একই সাথে পছন্দের শীর্ষে থাকা নারী প্রার্থী মিশেল ফ্লোরনয়-এর অতীত ইতিহাস ও বেসরকারি খাতের সাথে তার সম্পর্কের কারণে তাকে নিয়ে প্রগতিশীলদের আপত্তি জোরদার হচ্ছে।
কমপক্ষে সাত প্রগতিশীল গ্রুপের একটি জোট বুধবার বাইডেনকে দেয়া এক খোলা চিঠিতে ফ্লোরনয়কে এড়িয়ে চলতে বলেছে। বিশেষ করে সৌদি আরব, ইয়েমেন এবং আফগানিস্তান বিষয়ে তার নেতিবাচক নীতির কারণে।
ইয়েমেনি জোট কমিটির চেয়ারম্যান জেহান হাকিম বলেন, ‘সামরিক হস্তক্ষেপের জন্য ফ্লোরনয়-এর ধারাবাহিক সমর্থন ইয়েমেনসহ বিশ্বজুড়ে ধ্বংসাত্মক সংকট তৈরিতে ভূমিকা রেখেছে।’
বাইডেন ইতোমধ্যে স্বাস্থ্যসেবা, অভিবাসন, শিক্ষা ব্যবস্থা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ পরিবেশগত সুরক্ষার জন্য পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন।