সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ২৬ লাখ ১০ হাজার ৭১ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ২০ হাজার ৩৭৯ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৫৯ লাখ ৭৯ হাজার ৯৭৮ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১১ লাখ ৫১ হাজার ৭৭৮ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৩৩৮ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৮০৬ জনে।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৭ লাখ চার হাজার ৭৪৯ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার ৩৭৭ জন।
আরও পড়ুন: দেশে আরও ৫ জন করোনায় আক্রান্ত