সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৭৮ লাখ তিন হাজার ৬৬ জনে পৌঁছেছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত এই সংখ্যা গণনা করা হয়েছে।
এছাড়া এ ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭১ হাজার ৩১ জনে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১০ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ২৯৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে মৃত্যু হয়েয়ে ১১ লাখ ৬২ হাজার ৪৩১ জনের।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৪৫৬ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩১ হাজার ৬৯২ জনে।
আরও পড়ুন: দেশে আরও ২৩ জন করোনায় আক্রান্ত
বাংলাদেশের পরিস্থিতি
রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৪৬ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৮ হাজার ৩৩৮ জনে পৌঁছেছে। দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ পাঁচ হাজার ৮২৩ জনে।
গত ২৪ ঘন্টায় (রবিবার সকাল ৮টা পর্যন্ত) শনাক্তের হার ২ দশমিক ০৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ কোটি ৭২ লাখ ছাড়াল