রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটির উপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশে বাড়তি শুল্কারোপের ঘোষণা দেন তিনি।
বাড়তি এই শুল্ক ২১ দিন পর কার্যকর হবে। এই সময়ের মধ্যে ভারত ও রাশিয়া উভয় দেশই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা করতে পারবে।
এর আগে, ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হয়।
ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের অর্থনৈতিক গতিপথকে বিপর্যস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি পর্যন্ত মার্কিন কোম্পানিগুলোর চীন থেকে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তরের বিকল্প হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছিল। তবে এই নতুন শুল্ক ব্যবস্থা ভারতের সেই সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে।
রাশিয়া থেকে চীনও তেল আমদানি করে, তবে ট্রাম্পের আদেশে চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি। বরং বেইজিংয়ের সঙ্গে আলোচনার অংশ হিসেবে চীনের পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা ভারতের উপর প্রস্তাবিত শুল্কের তুলনায় কম।
পড়ুন: চীনে চিকুনগুনিয়ায় আক্রান্ত ৭ হাজার, কঠোর অবস্থানে সরকার
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প বলেন, ‘শিগগিরই রাশিয়ার সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কী হয়, দেখা যাক। আমরা তখনই সিদ্ধান্ত নেব।’
মার্কিন জনশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, ২০২৪ সালে ভারতের সঙ্গে পণ্য বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৫৮০ কোটি ডলারের ঘাটতি ছিল।
ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে গেছে এবং এটি এখন বিশ্বের বৃহত্তম দেশ। চীনের প্রভাব মোকাবিলায় এশিয়ায় ভারতের সঙ্গে অংশীদারত্বকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র। কিন্তু রাশিয়ার উপর ইউক্রেন যুদ্ধ-সংক্রান্ত পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারত সমর্থন দেয়নি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। ওয়াশিংটন চীনা পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে, এর জবাবে বেইজিং আমেরিকান পণ্যে ১০ শতাংশ পাল্টা কর বসিয়েছে।