নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (এপি/ইউএনবি)- ভারতের দক্ষিণাঞ্চলে নতুন মন্দির নির্মাণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্যের বিষক্রিয়ায় শুক্রবার কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর দক্ষিণের জেলা চামারাজনগরের এই ঘটনায় আরও ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে পুলিশ কর্মকর্তা মহাদেব জানিয়েছেন।
মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে বিতরণ করা খাবার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
খাবার খাওয়ার পর ভক্তরা বমি করা শুরু করেন এবং প্রচণ্ড পেট ব্যথায় আক্রান্ত হন। পরে তাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মন্দির ব্যবস্থাপনা কমিটির দুই সদস্যকে আটক করেছে বলে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে।