ভারতে প্রথম দু’জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বৃহস্পতিবার ৪৬ ও ৬৬ বছর বয়সী দুই পুরুষের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল গণমাধ্যমকে বলেছেন, দুজনকেই কর্ণাটকে শনাক্ত করা হয়েছে। গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না।
তিনি বলেন, শনাক্ত দুই ব্যক্তির সংস্পর্শে আসা সব লোকের সন্ধান করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হচ্ছে। দু’জনের হালকা উপসর্গ রয়েছে। কোনও গুরুতর লক্ষণ নেই। ওমিক্রন শনাক্ত হওয়া নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে সচেতনতা খুবই অপরিহার্য।
আরও পড়ুন: ওমিক্রন: দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা
স্থানীয় টিভি চ্যানেলগুলো অবশ্য নাম প্রকাশ না করে সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে ৬৬ বছর বয়সী একজন বিদেশি আর ৪৬ বছর বয়সী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত একজন স্বাস্থ্যকর্মী। বিদেশ থেকে ফিরে আসার পরে তারা দুজনেই করোনা পজটিভ শনাক্ত হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ভারত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৯ হাজার ৭৬৫ জন করোনা রোগী শনাক্ত করেছে। এই নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৪৬ লাখ ছয় হাজার ৫৪১।
আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনে সতর্কতা