মিশরের রাজধানী কায়রো এবং ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ার সংযোগকারী মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার(২৮ অক্টোবর) সকালে সড়কে একটি যাত্রীবাহী বাস পার্ক করা একটি গাড়ির সঙ্গে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমি সড়কে দুর্ঘটনাস্থলথেকে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাসটি কায়রো যাওয়ার পথে পার্ক করা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্য গাড়িগুলোও বাসটির সঙ্গে ধাক্কা লাগলে কয়েকটিতে আগুন ধরে যায়।
আরও পড়ুন: মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭
অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, রাস্তার পাশে অনেক পুড়তে থাক গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। একটি ফুটেজে অনেক যানবাহনে আগুন লেগেছে এবং সেখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে।
দেশটির রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম জানিয়েছে, কায়রো থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে নুবারিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।
মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ একদিন আগেই মহাসড়কে ঘন কুয়াশার বিষয়ে সতর্ক করেছিল বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়।
মিশরের পরিবহন নিরাপত্তা রেকর্ড দুর্বলতার কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বেশিরভাগ দুর্ঘটনা এবং সংঘর্ষের কারণ হলো দ্রুত গতি, খারাপ রাস্তা বা ট্র্যাফিক আইনের দুর্বল প্রয়োগ অন্যতম।