শারিরীক অসুস্থতার কারণে রানি দ্বিতীয় এলিজাবেথকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস বলেছে, চিকিৎসকেরা ‘রানির শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন’।
এর আগে রাজপরিবারের সদস্যরা ৯৬ বছর বয়সী রানির সঙ্গে সময় কাটাতে স্কটল্যান্ডে যান।
মঙ্গলবার প্রিভি কাউন্সিল সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান বাতিলের একদিন পরেই চিকিৎসকরা রানির শারিরীক অবস্থার অবনতির কথা জানিয়েছেন।
আরও পড়ুন: প্ল্যাটিনাম জয়ন্তীতে রাণী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
রাজ প্রাসাদের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজ সকালে পরীক্ষা-নিরীক্ষার পরে রানির চিকিৎসকরা তার শারিরীক অবস্থার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে উঠেছেন এবং তারা তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’
সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা রানির সঙ্গে তার গ্রীষ্মকালীন ছুটির বাড়ি বালমোরাল ক্যাসেলে ভ্রমণ সঙ্গী হিসেবে আছেন।
গত সাত দশক ধরে ব্রিটেনের রানি। সম্প্রতি তিনি চার্লস ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের কাছে বিভিন্ন কাজের দায়িত্ব হস্তান্তর করেছেন। কারণ দীর্ঘদিন ধরেই তিনি শারিরীক অসুস্থতায় ভুগছেন।
আরও পড়ুন: থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রানি দ্বিতীয় এলিজাবেথ
ট্রাস এক টুইটে বলেন,‘বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে দেয়া এই খবরে পুরো দেশ গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি আরও লিখেন, ‘আমি এবং আমাদের ইউনাইটেড কিংডমের মানুষের গভীর সমবেদনা এই সময়ে মহামান্য রানি এবং তার পরিবারের সঙ্গে রয়েছে।’
প্রিভি কাউন্সিল, রানির সিনিয়র উপদেষ্টাদের একটি দল। বুধবারের বৈঠকে ট্রাস ও তার নতুন মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার কথা ছিল। অধিবেশন পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রাণী দ্বিতীয় এলিজাবেথ করোনায় আক্রান্ত