লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বিভাগের মুখপাত্র ওসামা আলী সিনহুয়াকে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, এর আগে শুক্রবার ত্রাজুরা জেলায় শুরু হওয়া সংঘর্ষে প্রায় অর্ধশত পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা ক্রমেই বেড়ে চলছে।