দুবাই, ১৭ অক্টোবর (এপি/ইউএনবি)- সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর নিকটবর্তী এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন ওমরাহযাত্রী প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, এ দুর্ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মদিনার পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মক্কা ও মদিনার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে এশিয়া ও আরবের নাগরিক ছিলেন বলে নিশ্চিত করলেও বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ দুর্ঘটনাটির তদন্ত করছে জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো কারণ দেখাতে পারেননি।
প্রসঙ্গত, মক্কা ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম। বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসলমান প্রতি বছর হজ ও ওমরাহ পালনের জন্য এখানে আসেন।