পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) শনিবার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে সজ্জিত, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বিষয়ে একটি ‘লেনদেন উপদেষ্টা পরিষেবা চুক্তি’ স্বাক্ষর করেছে।
পিপিপিএর সিইও মুহাম্মদ ইব্রাহিম ও আইএফসি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার মিসেস নুজহাত আনোয়ার তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
একই অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান আইএফসি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজারের সঙ্গে ‘লেটার এগ্রিমেন্ট’ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পিপিপিএ’র চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস এবং নৌ পরিবহন সচিব মো. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:চুক্তি বাস্তবায়নে ভারতের প্রথম ট্রায়াল জাহাজ মোংলা বন্দরে
চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে একাধিক সহযোগিতা চুক্তির সম্ভাবনা