টানা তিন কার্যদিবসের পতন কাটিয়ে চলতি সপ্তাহে প্রথম দিনের লেনদেনে সূচকের উত্থান হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে, বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা দশদিন সরকারি ছুটি থাকবে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে ঈদের আগে দুই শনিবার ১৭ মে এবং ২৪ মে শেয়ারবাজারে লেনদেন চালু রাখার ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সে হিসাবে চলতি সপ্তাহে শনিবার (১৭ মে) লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে, যার ধারা বজায় ছিল শেষ অবধি।
সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস বেড়েছে ১৩ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৮ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে বেশিরভাগেরই দাম বেড়েছে। ২৭৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৯ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই বেড়েছে শেয়ারের দাম। লভ্যাংশ দেয়া ভালো শেয়ারের এ ক্যাটাগরিতে তালিকাভুক্ত ২১৬ কোম্পানির মধ্যে ১৪৩ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। দর কমেছে ৫৫ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনে অংশ নেয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের বেশিরভাগেরই দাম বেড়েছে। ৫ কোম্পানির দর পতনের বিপরীতে দর বেড়েছে ২৩ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির।
২৬ কোম্পানির ৩৬ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড সর্বোচ্চ ১৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ২৬২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২৯৬ কোটি টাকা।
৯.৯৪ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার শাইনপুকুর সিরামিকস। অন্যদিকে ৫.৩০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে মার্কেন্টাইল ইসলামি ইনস্যুরেন্স।
আরও পড়ুন: সাপ্তাহিক পুঁজিবাজার: বেহাল সূচক, ব্যাংক খাতে বিপর্যয়
উত্থান চট্টগ্রামের বাজারেও
ঢাকার মতো সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক বেড়েছে ৪ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ১৫৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪, কমেছে ৫৭ এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১০ কোটি ২৯ লাখ টাকা।
৯.৯১ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার নিটল ইনস্যুরেন্স কোম্পানি এবং ৯.৮৭ শতাংশ দর হারিয়ে তলানিতে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।